আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-১৪



‘ষ’ ব্যবহার/ ষ-ত্ব বিধানের নিয়ম : ০১. অ বা আ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে ষ হয়। যথা : ভবিষ্যৎ, মুমূর্ষ, বিষয়, সুষমা, চিকীর্ষা, ভাষণ, আকর্ষণ, কৃষক, ঘর্ষণ, মিষ্টি, সৃষ্টি, নিষিক্ত, নিষিদ্ধ, নিষেধ, বিষণ্ন, বিষয়, বিষাক্ত। ০২. প্রতি, অভি, বি ইত্যাদি ই-কারান্ত এবং অনু, সু ইত্যাদি উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে ‘ষ’ হয়। যথা : (প্রতি + সেধক) = প্রতিষেধক, (অভি + সেক) = অভিষেক, (বি + সন্ন) = বিষণ্ন, (সু + সুপ্ত) = সুষুপ্ত। ০৩. নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদৃঃ এগুলোর পরে ক, খ, প, ফ থাকলে ঃ (বিসর্গ) স্থানে ষ হয়।

যথা : নিঃ + কাম = নিষ্কাম, দুঃ + কর = দুষ্কর, আবিঃ + কার = আবিষ্কার, নিঃ + কণ্টক = নিষ্কণ্টক। ০৪. র, ঋ বা ঋ-কারের পরে সব সময় ষ হয়। যথা : তৃষ্ণা, বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, দৃষ্টি, বর্ষণ, ঘর্ষণ, কর্ষণ, কৃষি, কৃষক তৃণ, বর্ণ। ০৫. ট ও ঠ-এর পূর্বে সব সময় ষ ব্যবহৃত হবে। যথা : ফষ্টিনষ্টি, কাষ্ঠহাসি, স্পষ্ট, নষ্ট, তুষ্ট, সৃষ্টি, কৃষ্টি, অনিষ্ট, বৃষ্টি, মিষ্টি, পিষ্ট, বেষ্টন, সন্তুষ্ট, অষ্টাদশী, অষ্টম, ওষ্ঠ, বিষ্ঠা, শ্রেষ্ঠ, দুষ্টামী, পরাকাষ্ঠ, নিষ্ঠা।

০৬. সমাসবদ্ধ পদের ক্ষেত্রে প্রথম পদের শেষে ই, উ, বা ঋ এবং ও থাকলে পরবর্তী পদের আদ্যে ষ হবে। যথা : যুধিষ্ঠির, সুষমা, গোষ্ঠী, সুষম ইত্যাদি। ০৭. কতকগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যথা : আভাষ, ঊষা, ঊষর, ঈষৎ, ঈর্ষা, হর্ষ, বর্ষা, বর্ষণ, কোষ, পাষণ্ড, পাষাণ, পোষণ, ভাষা, তোষণ, ষণ্ড, ষণ্ডা, ষষ্ঠ, ষষ্ঠী, মানুষ, সরিষা, ঔষধ, ঔষধি, ষোড়শ, ঘোষণা, পৌষ, ভূষণ, ষড়যন্ত্র, ষটচক্র, প্রত্যুষ, মহিষ, বিশেষ্য, মুষিক, মেষ, ষোড়শ, ষোল, ষাট, কুষ্মাণ্ড, গণ্ডুষ, কিষাণ, কলুষ, দোষ, বিষাণ, বিষণ্ন, বাষ্প, ভীষ্ম, গ্রীষ্ম, আষাঢ়, পুরুষ, ঘুষ, নিষেধ, কর্ষণ, রোষ, তুষ, হ্রেষা, শেষ। আলাউল হোসেন বি.এ (অনার্স) এম. এ (বাংলা) প্রধান শিক্ষক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা-৬৬৮২


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।