চন্দ্রবিন্দু ( ঁ ) ব্যবহারের নিয়ম :
০১. মূল শব্দের নাসিক্য ধ্বনি (ঙ, ঞ, ণ, ন, ং) লুপ্ত হলে বাংলা শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন : অঞ্চল > আঁচল, পঙ্ক > পাঁক, বৃন্ত > বোঁটা, ক্রন্দন > কাঁদান।
০২. সম্মানসূচক সর্বনাম পদে চন্দ্রবিন্দুর ব্যবহার আছে। যেমন : তাঁরা, যাঁরা।
০৩. কয়েকটি সংখ্যাবাচক শব্দে চন্দ্রবিন্দুর ব্যবহার আছে।
পাঁচ, পঁচিশ, পঁচাশি।
০৪. কতিপয় দ্বিরাবৃত্ত শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন : আঁকাআঁকি, খোঁচাখুঁচি।
০৫. কিছু ক্রিয়াবাচক শব্দে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। যেমন : কাঁদা, রাঁধা।
০৬. তদ্ভব শব্দে চন্দ্রবিন্দুর ব্যবহৃত হয়। যেমন : গাঁ (গ্রাম), চাঁদ (চন্দ্র)।
আলাউল হোসেন
বি.এ (অনার্স) এম. এ (বাংলা)
প্রধান শিক্ষক,
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশিনাথপুর, পাবনা-৬৬৮২
মুঠোফোন: ০১১৯৮১৬৭১৪৬
E-mail:
web:www.alaulhossain.blogspot.com
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।