আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-৮



‘ঙ’ ও ‘ং’ ব্যবহারের নিয়ম : ০১. ক-বর্গীয় বর্ণ অর্থাৎ ক, খ, গ, ঘ পরে থাকলে সন্ধিতে ‘ম’ স্থানে ‘ং’ হয়। যেমন : অহম + কার = অহংকার, ভয়ম + কর = ভয়ংকর, সম + ঘটন = সংঘটন, সম + খ্যা = সংখ্যা। ০২. সন্ধিতে পূর্বপদের শেষে ‘ম’ এবং পরপদের প্রথম বর্ণ অন্তস্থ বর্ণ (য, র, ল, ব) থাকলে ‘ম’ স্থলে ‘ং’ হয়। যেমন : সম + লাপ = সংলাপ, সম + বাদ = সংবাদ, সম + যোগ = সংযোগ, সম + যম = সংযম। ব্যতিক্রম- সম + রাট = সম্রাট।

বি. দ্র. পরপদের প্রথমে বর্গীয় ‘ব’ থাকলে ‘ম’ স্থানে ‘ং’ হয় না। যেমন : সম + বন্ধ = সম্বন্ধ, সম + বন্ধী = সম্বন্ধী। ০৩. সন্ধিতে পূর্বপদের শেষে ‘ম’ থাকলে এবং পরপদের প্রথমে শ, স, ষ, হ থাকলে ‘ম’ স্থানে ‘ং’ হয়। যেমন : সম + শয় = সংশয়, সম + সার = সংসার, সম + হার = সংহার। ০৪. বিদেশি শব্দে ‘ং’ ব্যবহৃত হয়।

যেমন : মিটিং, কোচিং, ব্যাংক, শিলিং ইত্যাদি। ০৫. তদ্ভব ও দেশি শব্দে ‘ং’ ব্যবহৃত হয়। যেমন : বাংলা, ঠ্যাং ইত্যাদি। ০৬. প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে ‘ং’ বসে। যেমন : রং, ঢং, সং ইত্যাদি।

০৭. শব্দের শেষে প্রত্যয় বা বিভক্তি যুক্ত হলে ‘ঙ’ ব্যবহৃত হয়। যেমন : রাঙা, রঙে, ঢঙে ইত্যাদি। আলাউল হোসেন বি.এ (অনার্স) এম. এ (বাংলা) প্রধান শিক্ষক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা-৬৬৮২ মুঠোফোন: ০১১৯৮১৬৭১৪৬ E-mail: web: http://www.alaulhossain.blogspot.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।