আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানানের পাঠশালা-৫



ঐ-কার ( ৈ ) ব্যবহারের নিয়ম : ০১. অ বা আ-কারের পর এ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়। ঐ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন : অ + এ = ঐ-কার > জন + এক = জনৈক আ + এ = ঐ-কার > সদা + এব = সদৈব। ০২. অ বা আ-কারের পর ঐ-কার থাকলে উভয় মিলে ঐ-কার হয়। ঐ-কার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন : অ + ঐ = ঐ-কার > মত + ঐক্য = মতৈক্য আ + ঐ = ঐ-কার > মহা + ঐশ্বর্য = মহৈশ্বর্য। ০৩. ষ্ণ, ষ্ণ্য, ষ্ণিক প্রভৃতি সংস্কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দের বানানে প্রকৃতির আদ্য ই, এ স্থলে ঐ-কার হয়। যেমন : তিল + ষ্ণ = তৈল, শিব + ষ্ণ = শৈব দিন + ষ্ণিক = দৈনিক দেহ + ষ্ণিক = দৈহিক। আলাউল হোসেন বি.এ (অনার্স) এম. এ (বাংলা) প্রধান শিক্ষক, স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল কাশিনাথপুর, পাবনা-৬৬৮২ মুঠোফোন: ০১১৯৮১৬৭১৪৬ E-mail: web: http://www.alaulhossain.blogspot.com

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।