‘স’ ব্যবহারের নিয়ম :
০১. যুক্ত ব্যঞ্জনে ত/ থ এর পূর্বে ‘স’ হয়। যেমন : অস্থির, বিধ্বস্ত।
০২. কতিপয় সন্ধির ক্ষেত্রে বিসর্গের স্থলে ‘স’ হয়। যেমন : পুরঃ + কার = পুরস্কার, ভাঃ + কর = ভাস্কর।
০৩. বাংলা ক্রিয়াপদে ‘স’ ব্যবহৃত হয়।
যেমন : বলিস, ধরিস, করিস, যাস ইত্যাদি।
০৪. ‘সাৎ’ প্রত্যয় যোগে গঠিত শব্দে ‘স’ ব্যবহৃত হয়। যেমন : ভূমিসাৎ, ধূলিসাৎ।
০৫. বিদেশি শব্দের ক্ষেত্রে ইংরেজি মূল শব্দে S থাকলে বাংলায় ‘স’ বসে। যেমন : মাস্টার (Master), স্যার (Sir), স্টার (Star) ।
০৬. উপসর্গ যোগে গঠিত শব্দে ‘স’ ব্যবহৃত হয়। যেমন : সুগভীর, সমাচার, সচেষ্ট।
আলাউল হোসেন
বি.এ (অনার্স) এম. এ (বাংলা)
প্রধান শিক্ষক,
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল
কাশিনাথপুর, পাবনা-৬৬৮২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।