আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টি আকর্ষন-৮৪টি ওয়েবসাইট বন্ধ করতে পুলিশ সদরদপ্তরের পরামর্শ



ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের 'সামাজিক মূল্যবোধের পরিপন্থী' হিসেবে চিহ্নিত করে ৮৪টি ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার জন্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর। বুধবার মহা পুলিশ পরিদর্শকের পক্ষে পুলিশ সদরদপ্তরের সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি-মিডিয়া) নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠিতে ওইসব ওয়েবসাইটকে 'অশ্লীল ও বিকৃত' উল্লেখ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সেগুলো বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হয়। ৮৪ টি ওয়েবসাইটের তালিকা দিয়ে এতে বলা হয়, সেগুলোতে বেশ কিছুদিন ধরে কথিত বাংলাদেশী মানুষের গোপনে ধারণকৃত যৌনতার ছবি ও ভিডিও প্রদর্শন করা হচ্ছে। সেগুলোতে অনেক অভিনেতা-অভিনেত্রীর জাল (সুপার ইম্পোজ করা) ছবিও ছড়ানো হয় উল্লেখ করে চিঠিতে বলা হয়, এর ফলে অনেকের সম্পর্ক ভেঙে যাওয়ার পাশাপাশি তারা সামাজিকভাবে হেয় হচ্ছেন। এতে আরও বলা হয়, এসব সাইট বাংলাদেশের সামাজিক মূল্যবোধের পরিপন্থী হলেও বিদেশ থেকে পরিচালিত হয় বলে পুলিশ সরাসরি কোন ব্যবস্থা নিতে পারছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচ/১১২৬ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.