আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিক বাস এবং মেয়েদের নিরাপত্তা...

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ......

পাবলিক বাসে মেয়েরা আসলে নিরাপদ না... প্রায় ৮ মাস পরে ঢাকায় বাসে উঠলাম আজকে, উঠেই এইটা হাড়ে হাড়ে অনুধাবন করতে পারলাম। আপনাদের মনে আছে কিনা জানিনা, গত বছরের ডিসেম্বর এর দিকে এক বাসে একবার মারামারি করেছিলাম বাসের হেল্পার এক আপুর গায়ে হাত দিয়েছিলো বলে... ...ব্যাপারটা এরকম ছিল, এক আপুকে বাসে উঠানোর অছিলাম কুত্তা হেল্পারটা ঐ আপুর গায়ে হাত দিয়েছিলো, তখন সেটা দেখে আমি নিজেকে সামলে রাখতে পারি নাই, ঐ লোক টাকে ঠাস করে একটা থাপ্পর লাগিয়ে দিছিলাম, আর আপুকে বলেছিলাম, "আপনি চুপ কেন আপু? আপনারা চুপ করে এসব সহ্য করেন বলেই এরা দিনকে দিন মাথায় চরে বসেছে... প্রতিবাদ আপনাদেরকে শুরু করতে হবে... আমরা পাশে আছি আপু..." আমার এই কথার সাথে সাথেই ঠাস করে একটা শব্দ হল, দেখলাম আপু সেই হেল্পারকে কষে থাপ্পর দিছেন... ঢাকার বাসে এমনিতেই অনেক বেশি ভিড় থাকে, আর এই ভিড়ের অছিলায় নুপংসুক কিছু মানুষ সুযোগ পেলেই চলন্ত বাসের মধ্যে মেয়েদের গায়ে হাত দেয়... ব্যাপারটা নিয়ে কথা বলতে নিজেরই কেমন জানি লাগতেছে, কিন্তু তবুও কথা বলতে হবে... আপুদের বলছি, পারলে এই রকম ভিড় এর বাস এড়িয়ে চলেন, বলা যায়না কে কখন কি করে... আর নিতান্তই যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই যায় তবে চুপ করে থাকবেন না... সাথে সাথেই প্রতিবাদ করেন। দেখবেন বাস ভর্তি এতগুলা মানুষের মধ্যে থেকে কেউ না কেউ এগিয়ে আসবেই, কিন্তু শুরু করতে হবে আপনাকেই... আর আমার সম্মানিত ভাইয়া গোষ্ঠীকে বলছি, এরকম দেখলে প্লিজ আপনারা চুপ করে থাকবেন না, অবশ্যই প্রতিবাদ করবেন... একবার চিন্তা করে দেখেন এই মেয়েটি যদি আপনার বোন হতো তবে আপনি কি নিরবে সহ্য করতে পারতেন এসব???? একবার প্রতিবাদ শুরু করেন দেখবেন সব ঠাণ্ডা হয়ে যাবে... => Hasibul Islam Bappi

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.