আমি যা ভাবি, সে অনুযায়ী কাজ করতে পারি না। মতিউরের টি-৩৩ আজকে ১০০/৬০ ফুট পতাকা হয়ে আমাদের মাথার উপর উড়তে থাকে।
এবার আর এ বিমান ধ্বংস হবে না।
জাহাঙ্গীরের কপাল থেকে ছিটকে বের হওয়া রক্ত আজকে শাহবাগের কপালে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতি হয়ে রাজটীকা এঁকে দেয়।
এ টীকা মুছে যাবার নয়।
শত্রুপক্ষকে দেয়া হামিদুরের মুষ্ট্যাঘাত আজকে সকলের মুষ্টিতে শক্তির জোগান দেয়।
অসীম এ শক্তি ফুরিয়ে যাবার নয়।
মোস্তফা কামালের গুলিহীন এল এম জি আজকে নতুন রূপ পেয়েছে লাকী আক্তারের কণ্ঠে।
এবার আর গুলি শেষ হবার নয়।
রুহুল আমিনের বুকে বেয়নেটের আঘাতের দগদগে ঘা আজ আমাদের সকলের বুকে।
এবার আর রূপসার পাড়ে কোন রাজাকারের অস্তিত্ব থাকবে না।
আব্দুর রহমানের মেশিন গান আজ তরুণদের হাতে রং তুলি হয়ে ফিরে এসেছে।
এবার আর কোন মর্টারের ভারী গোলা এসে আঘাত হানতে পারবে না।
নূর মোহাম্মদ শেখের উপরানো দুটি চোখ আজ মশাল আর মোমবাতি হয়ে দাউ দাউ করে জ্বলছে।
এবার আর কোন একজনকে ফেলে বাকিরা চলে যাবে না, সকলে একসাথে ঝাপিয়ে পড়বে।
যে ই সামনে প্রতিরোধ নিয়ে আসবে তার একটাই পরিণতি হবে-
ধ্বংস।
স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা রক্ষা করব।
স্বাধীনতা বিরোধীদেরকে ধ্বংস করেই ছাড়ব। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।