সংসারে সুখের অাধার যে নারী, দৈবের বিপাকে সে নিজেই কতটা অসুখী তা কি ভাবা উচিৎ নয় ?অামার দেশের সামাজিক জীবন- যাপন বদলে যাচ্ছে দ্রুত ।অাজকের নারী এই পরিবরতনের ঈশ্বর ।নিজ অস্তিত্তকে টেকাতে 'সমাজ-সংসার-সন্তান-ধর্ম' এর মেকী বেড়াজাল চ্ছিন্ন হচেছ সকলের েগাচরে অথবা অগোচরে ।নগন্য সংখ্যক অালোকিত পুরুষ এগিএ অাসছেন নারীর এই বন্ধুর পথকে সহজ করতে ।সংসারের ভাবারথ বদলে যাচ্ছে , বদলে যাচ্ছে সামাজিক অাচার-অচরনের জ্যামিতিক নিয়ম-কানুন।পুরুষের সাথে তাল মিলিয়ে চলার দিন প্রায় শেষ ;এবার বাজারের ফরদে যোগ হবে রেজার দেশী অথবা বিদেশী।তবুও নারী, শত শতাব্দীর এগিয়ে যাওয়া নারী সন্ধ্যা-লালিমা মেখে প্রারথনায় গাইেব........অামার সন্তান যেন থাকে দুধে-ভাতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।