আমাদের কথা খুঁজে নিন

   

*~আমরা পিঁপড়া হৈয়া যাইতেছি !!!~*

LOVE / DEVOTION / FEELINGS / EMOTION
হালুয়া বা খাবারের মধ্যে পিপড়া উঠতে দেখছেন কখনো ? বন্ধু আমার এর শ্রেণীবিভাজন করছে... এরা নিকি সাধারনত কয়েক পদের হয়ঃ প্রথমতঃ প্লেটে টোকা দিলে দেখবেন কিছু পিঁপড়া জান-প্রান দিয়া বাঁচাও বাঁচাও বলে ভাগে ... আর কিছু থেকে যায় দ্বিতীয়তঃ জোরসে টোকা অথবা ঝাঁকি দিলে আরো কিছু ভাগে ... আর কিছু রৈয়া যায় তৃতীয়তঃ মেজাজ ত্যাক্ত হৈয়া যখন প্লেট সশব্দে লারা খায় তখন আরো এক সেট ভয় পেয়ে পালায় যায় ... কিছু বেকুব পিপড়া তারপরও খাবারের মায়া ছাড়তে পারে না এট এন এক্সটেন্ট আমরা কি করি ...? টিপ দিয়া একটা একটা কৈরা পিঁপড়া মাইরা তারপর খাবার পরিস্কার করি... আমরা মানব প্রজাতি ঠিক শেষ পিঁপড়া গুলার মতন হালুয়ার প্লেট আকড়ায়া রাখি... মরনের টাইম চৈলা আসে তবুও আমাদের হুঁশ হয় না ... ব্যপক আপসুস !!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ সাম্প্রতিক ভূমিকম্পের ফলে আমার বন্ধুর ব্যাক্তিগত পারসেপশন ছিল এইটা ...
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।