আমাদের কথা খুঁজে নিন

   

ভয়ংকর পিঁপড়া 'বুলডগ অ্যান্ট'

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পিঁপড়া দেখা যায় অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে। এর নাম বুলডগ অ্যান্ট(Myrmecia pyriformis)। কাউকে আক্রমণের সময় এটি হুল এবং চোয়াল সমান তালে ব্যবহার করে। ১৯৩৬ সাল থেকে বুল ডগ পিঁপড়ার কামড়ে মারা গেছেন ৩ জন এবং সর্বশেষ ১৯৮৮ সালে এর আক্রমণের শিকার হয়েছেন ভিক্টোরিয়ান এক কৃষক।

পিঁপড়াটি পুরোপুরি আক্রমণাত্মক এবং মানুষকে আক্রমণের সময় বিভিন্নভাবে ভয় দেখায়।

কয়েকবার সফলভাবে হুল ফুটানোর পরে এটি আক্রমণের জায়গায় বিষ প্রয়োগ করে এবং তার কামড় দীর্ঘক্ষণ স্থায়ী করে। এর হুলগুলো খুবই ধারালো এবং খাঁজ কাটা। বুলডগ অ্যান্ট-এর আক্রমণে একজন পূর্ণ বয়স্ক ব্যাক্তির মৃত্যুর মুখে পতিত হতে ১৫ মিনিট সময়ই যথেষ্ট।

এর চোখ অন্য সাধারণ পিঁপড়াদের থেকে একটু বেশী বড়। এর দৃষ্টিসীমা ১ মিটার পর্যন্ত।

এদের শারীরিক মাপ প্রায় ৪০ মিমি (দৈর্ঘ্য)।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.