চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com
ব্রাজিলকে অভিনন্দন...
এবার আসেন আর্জেন্টিনা নিয়া একটু কথা বলি। পুরা খেলাটাই আমি দেখছি। আমি আর্জেন্টিনার সমর্থক,ওদের খেলা ভালো লাগে তাই সমর্থন করি।
তবে আমি যদিও খুব কমই আর্জেন্টিনার খেলা দেখেছি আর জয় ও দেখেছি তুলনামূলক ভাবে কম। কিন্তু তবুও আর্জেন্টিনা ছাড়া মনোমুগ্ধকর খেলা অন্য কোন দলের কাছে পাইনি। যেমন ফুটবল গোলের খেলা তাই আজ বেশিরভাগ সময় আর্জেন্টিনার পায়ে বল থাকলেও ফিনিশিং ব্যর্থতার কারনে তারা গোল করতে পারেনি, আর সবসময় দেখেছি ব্রাজিলের কাউন্টার এ্যাটাক খুব ভালো আর এখানেই ব্রাজিল আক্রমনাত্নক।
আমি ফুটবল ভালোবাসি। কিন্তু আজ ব্লগে দেখলাম ম্যারাডনাকে গালাগালি করা হচ্ছে।
আসলে আমার মনে হয় যারা কোনদিন ফুটবলকে ভালোবাসেনি মানে খেলাই বোঝেনা তারাই এমন কমেন্টস্ করতে পারে। তাই আগে খেলা বুঝেন খেলা ভালোবাসেন তখন দেখবেন এমন কমেন্টস্ করবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।