মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানবজমিন রইলো পতিত; ফলালে ফলতো সোনা
প্রায় দেখি লোকজন বলে অমুক জেলার ছেলেরা এরকম হয়, তমুক জেলার মেয়েরা ঐরকম হয়। ব্যাপারগুলো আমি কখনো পাত্তা দেয়নাই, মনে রাখারও চেষ্টা করি নাই। রাশিফলের মতোই সবসময় মনে হয়ছে এভাবে মানুষজনদের ক্যাটাগোরাইজ করা ঠিক না। একেকটা মানুষ একেকরকম, ভালো-খারাপ সব জায়গায় আছে - এগুলা সবই আমি জানি। আজকে একটা পোস্ট ভুল থেকে শেখা পড়তে গিয়ে হঠাৎ মনে হলো, ব্যাপারটাতো ইন্টারেস্টিং।
একেক জায়গার মানুষকে একেকভাবে বিশেষায়িত করা হচ্ছে...এর পিছনে নিশ্চয় কোন কারণ বা গল্প আছে। আমি এখন জানতে চাচ্ছি গল্পটা আসলে কি? লোকজন আবার বিএনসিসি, সিএনবি, খন্ড ট-তালব্য শ এই ধরনের অনেক নাম ও চালু করছে। এইগুলাই বা কি জিনিস???
কোন জেলার লোকজনদের কি বলা হয় এবং কেন বলা হয় এই ব্যাপারে কেউ কিছু জানলে আওয়াজ দেন। বলাতো যায়না, এখান থেকে একটা আন্চলিক অভিধান ও তৈরী হয়ে যেতে পারে।
এটা জানার আগ্রহ থেকে নিতান্তই একটা ফানপোস্ট।
প্লীজ কারো কমেন্ট কেউ সিরিয়াসলি নিয়েননা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।