not now
গত ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬ ঘটিকায় প্রকাশিত
"আমার হৃদয়ের ডেসটিনি-২০০০ লিমিডেট আম তোমাকে ভালবাসি। " পোষ্ট টি ব্লগারদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। উহু, এর লেখনি বা বিষয় বস্তুর জন্য নয়, ডেসটিনিকে পাবলিক কি পরিপমান ঘৃনা করে এর বহিঃ প্রকাশ এই পোষ্ট।
তাইতো কেউ - ২ এতে মাইনাস দিয়ে মজা পায়, কেউ - ২ মাইনাসের মাইল ফলকের জন্য অপেক্ষা করেন।
বিপুল হিট, মাইনাসের জোয়ার ও মন্তব্যের সমারোহ এই পোষ্ট টিকে ব্লগারদের মিলন মেলায় পরিনত করেছে।
এক নজরেঃ
৪৬২৬ জন পড়েছেন
৫২৩ জন মাইনাস দিয়েছেন
১৬ জন প্লাস দিয়েছেন
৪০৬ টি মন্তব্য পড়েছ।
এবার দেখি উল্লেখযোগ্য কয়েকটি মন্তব্যঃ
মন্তব্য ১. ব্যঞ্জনবর্ন বলেছেন: না পড়রাই মাইনাস। ।
মন্তব্য ২. আসকওয়ানমি বলেছেন: ডেস্টিনির কথা হুনলেই তো মেজাজ বিলা হইয়া যায়........
মন্তব্য ৪. সামিউর বলেছেন: - দিতে লগইন করলাম............।
মন্তব্য ২২. লুলু পাগলা বলেছেন: এই হারামজাদারে জুতাইয়া ব্লগ থেকে বের কইরা দেওন দরকার।
চোরের মার বড় গলা!! শালা গণ্ডমূর্খ!!
মন্তব্য ২৫. বৃষ্টি৪০৪ বলেছেন: ডেসটিনি আমি যখন প্রথম জয়েন করি বালাই লাগসিল। কিন্তু পরে যখন জিনিস গুলা আনতে যাই তখন আমার সপ্ত আসমান থাইকা পরার উপায় হইল। ওরা যে শার্ট ৭০০ টাকায় আমারে ধরায়া দিল অইটা বঙ্গ বা ঢাকা কলেজের সামনে বড়জোর ৭০ টাকা হইব। তারপর চিন্তা করলাম আমার বন্ধু আমাকে ঠকাইতে পারলেও আমি কাওরে এইরকঅম করে ঠকাইতে পারমু না। কাজেই আমার ৭০০০ টাকা জলে গেছে মনে করে টাটা দিয়ে আসলাম অদের সাথে আমার বন্ধুটিকেও।
মন্তব্য ৩১. সাগর ঢাকা বলেছেন: গালে কইষা চড় সহ মাইনাস
মন্তব্য ৩৬. অস্থির পোলাপাইন বলেছেন: সব ভালো ঠিক আছে কিন্তু ডেসটিনির পোলাপাইন এত ক্ষ্যাত কেন ??
আর অশিক্ষিত কেন কইতে পারবেন ??
ভালো পোলাপাইন রে ডেসটিনি করতে দেখি নাই
মন্তব্য ৩৮. মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: আমি ডেস্টিনি সম্পর্কে জানি। আপনার প্রতি সমর্থন রইলো। প্রথম প্লাস টা আমার পক্ষ থেকে দিলাম
প্লাস।
(### হালায় করছে কি??!!)
মন্তব্য ৪৫. পারভেজ রবিন বলেছেন: আপনারা তো আসলে মলম পার্টি। M=ম L=ল M=ম, বুঝছেন?
মন্তব্য ৪৬. নুভান বলেছেন: পুষ্টটা মাইনাচের রেকর্ড করতাছে।
পুষ্টটারে ইস্টিকি করা হোউক।
মন্তব্য ৪৮. জেরী বলেছেন: 78.....Ja vag bolod
মন্তব্য ৫২. নীলাদ্র বলেছেন: ভুলে কে জানি পিলাস দিয়া ফেলসে।
পিলাস বাটনেও কনফার্মেশন অপশন যোগ করার তীব্র দাবী জানাচ্ছি।
মন্তব্য ৬০. ধ্রুব তারা বলেছেন: শততম মাইনাস দিয়ে নিজেকে গর্বিত বোধ করছি
মন্তব্য ৭২. পাপী বলেছেন: ভালোমতো পড়ালেখা করেন ভাই। Do Something to get a good job!
মন্তব্য ৭৪. লাবিব ইত্তিহাদুল বলেছেন: দুষ্টামি কইরেন না।
লসটিনির কারনে বহু বন্ধু কে দূরে সরায় দিছি।
মন্তব্য ৮১. স্তব্ধতা' বলেছেন: অফলাইনে দেখেই হাত নিশপিশ করতেছিলো। তাই লগইন অত:পর:
স্ব-জ্ঞানে, সকল জ্ঞানে, সানন্দে ১৩৮ নম্বর মাইনাস দিয়া বড়ই আরাম পাইলাম।
মন্তব্য ৮৩. তাজুল ইসলাম মুন্না বলেছেন: ডেসটিনিরে মাইনাস দিলে যে আনন্দটা পাওয়া যায়, সেইটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না....
মন্তব্য ৮৫. মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
হালায় ডেস্টুনির প্রেমে পড়ছে
মন্তব্য ৮৬. Saifan বলেছেন: ১৫০ তমো .....
মন্তব্য ১০১. স্তব্ধতা' বলেছেন: ডাবল সেঞ্চুরী হৈতে আর মাত্র ৩৪ টা বাকী। কে সেই ২০০ তম দূর্ভাগ্যবান??? তকে ডেসটিনির রফিকুল আলম আর তার ব্লগীয় এজেন্ট আবুল কালাম রাম দা হাতে খুঁজিতেছেন..(সূত্র: এমএলএমওয়াচডগ.ওআরজি)
মন্তব্য ১০৪. সত্যচারী বলেছেন: জুতা এবং গন্ধ-মুজা সহকারে ১৭০ নং মাইনাস।
মন্তব্য ১০৬. আকাশের তারাগুলি বলেছেন: আমি এখন আর মাইনাস দেই না কিন্তু হাত নিশপিশ করতেছে, কি করুম?
তাও ধৈর্য ধরতেছি।
মন্তব্য ১০৭. dvWfu বলেছেন: প্রিয়তে রাখলাম, যাতে ২০০ নম্বর মাইনাসটা দিতে পারি।
মন্তব্য ১০৯. এম আই এইচ রাজন বলেছেন: হে জনাব আপনাকে আমি ১৭৭ তম মাইনাস খানা দিলাম। এবং আপনার ভবিষ্যতের উন্নতি খুবই ভালো দিকে যাচ্ছে।
আর আমাদের সামু মহাদয়গনের প্রতি বলছি : আপনারা কিভাবে সামুতে ফ্রি এ্যাড এর ব্যবস্থা করে দেন?
মন্তব্য ১২১. আরাফাত_সোহাগ বলেছেন: সকালে মেজাজ খুব খারাপ আছিল, এই পোষ্টে মাইনাস দেয়ায় মনটা শান্তিতে ভইরা গেল।
এখন অনেক ভালো লাগতাছে। যাদের মন খারাপ থাকবে তারা ডেসটিনিরে মাইনাস দিয়া মন ভালো করতে পারেন।
মন্তব্য ১২৫. এই আমি রবীন বলেছেন: খুব দ্রুত গতিতে ডাবল চেনচুরির দিকে যাইতাছে (১৯৭)...........। মুই হইবার চাই ২০০ নম্বর ডান্ডা ঠেলাওয়ালা............
অপেক্ষা
মন্তব্য ১২৭. ফাজিল বলেছেন: দুইশ তম মাইনাস দান করিলাম......
(## অভিনন্দন##)
মন্তব্য ১২৮. এই আমি রবীন বলেছেন: লেখক প্রথম প্রথম মন্ত্যব্যের রিপ্লাই দিছিল। অঞন রিপলাই বন্ ।
মনে লয় উনি 'শরমিন্দা' অইছে। বালা। তয় ২০১ তম মাইনাস কিন্তু আমার।
জুতা সহকার 'মাইনাছ' ।
মন্তব্য ১২৯. আকাশের তারাগুলি বলেছেন: খেলবো না ২০০ তম মাইনাস দিতে পারলাম না।
মন্তব্য ১৩১. লাবিব ইত্তিহাদুল বলেছেন: আমার বুট (জুতা) টা আগেই দিয়া গেছি। যাক ২০৯/৫ স্কোর দেইখা গেলাম।
এখন ও দেখি ড্রেফট মারে না।
মন্তব্য ১৩৩. মুরুববী বলেছেন:
৮০ নম্বরের কমেন্টকারী ছাগলটারে সামনে পাইলে একটা চড় দিয়া হিসি করায় ফেলাইতাম। টাউট পোলাপাইন !!!
মন্তব্য ১৪১. বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: কিংবদন্তি স্যাড় বালেকজান্ডার পেনড্রাইভের পর "চিকনমিয়া মাইনাস অ্যাওয়ার্ড" পাওয়ার নমিনেশন লাভ করিলেন লেখক।
তাকে সাধুবাদ
মন্তব্য ১৪৪. আকাশের তারাগুলি বলেছেন: ৩০০ তম মাইনাস দেয়ার অপেক্ষায় আছি।
মন্তব্য ১৫৫. রফিক এরশাদ বলেছেন: ডেসটিনির চামচামি না কইরা দুই পা কাইট্টা সারা জীবন ভিক্কা কইরা খা..কামে দিব..হালা বেকুব!
যে মাইনাস পাইচস..হারা জীবন এই মাইনাস খাইয়া কাটাইয়া দিতে পারবি..খাওনের টেনশান নাই..
মন্তব্য ১৫৬. টিপস ম্যান বলেছেন: ডাবল চেন্চুরি তো হইয়া গেল,এখন ত্রিপল চেন্চুরি দেখবার মুন্চায়
মন্তব্য ১৬৪. বুড়ো বলেছেন: ২৫৬ নম্বর। বোঝা যায় ৭টা ডেসটিনির চোর আছে ব্লগে।
মন্তব্য ১৬৯. সাধারণমানুষ বলেছেন: কি দারুন ........২৬৩ টা মাইনাস
আমি ৬ নম্বর মাইনাস মারছিলাম
মন্তব্য ১৭১. লড়াকু বলেছেন: আবালটা আমার কমেন্ট মুচ্ছিলো এখন ফিরে এসে দেখি ২৬৬ টা মাইনাস। মনটাই ভালো হয়ে গেল
মন্তব্য ১৭৮. স্তব্ধতা' বলেছেন: হোয়াট আ ফ্যান্টাস্টিক শো অফ প্রোটেষ্ট।
সাবাশ। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও সাধ্য নাই, মাইনাস দেয়ার ক্ষমতা ঐ একটাই।
মন্তব্য ১৭৯. টেকিবাবা বলেছেন: এর চেয়ে বেশী মাইনাচ ওয়ালা পোস্ট আমি আমার সামুলাইফে দেখি নাই!!! তুমার হৃদয়ে ডেস্টিনি তুমার পোস্টে মাইনাচ!!!
মন্তব্য ১৮০. নূর-ই-আল-মামুন বলেছেন: ২৭৩ নম্বর মিসাইল গেল তোর পিছন দিয়া। ডেসটিনি শিখা্ও ??? এক কাম কর। তোর মোবাইল নম্বর টা দিয়া দে।
তারপর রেডি হ ..
মন্তব্য ১৮৫. অসম্ভব০০৯ বলেছেন: 300 ??
মন্তব্য ১৮৮. আকাশের তারাগুলি বলেছেন: আমারটা এখনো বাকী আছে।
মন্তব্য ১৯৯. প্রিয়ত বলেছেন: ৩০০ তম হলাম
ধন্যবাদ।
(## অভিনন্দন##)
মন্তব্য ২০৪. কোহকাফের বাসিন্দা! বলেছেন: পারছে! ডেসটিনি আবুলে পারছে টিরিপল সেনচুরি দিতে.....
মন্তব্য ২০৭. আকাশের তারাগুলি বলেছেন: ৩০৫ হয়া গেলো গা, আহহা, এবারো মিস, এনশাল্লাহ ৪০০তে মারুম
মন্তব্য ২১৫. অচিনপাখি বলেছেন: ৪০০ তম মাইনাস দেখতে চাই।
মন্তব্য ২২৭. কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: গত ১লা বৈশাখে লোটাস কামালের আদম ব্যবসা অফিসে ডেস্টিনির মচ্ছব আয়োজন করা হয়।
মন্তব্য ২২৯. রুবাই রেনো বলেছেন: ৩৩৩ ইয়া ঢিসুয়া ..ইয়া ঢিসুয়া...
মন্তব্য ২৩২. অসম্ভব০০৯ বলেছেন: এই ঠা একটা ছাগল...৩৪৪ (আমারটা সহ) গদাম খাইছে..তারপরও ড্রাফট মারে না ..প্রথম দিকে যে ভাব লইছে..এখন কই সে..হিসাব মিলায়..
মন্তব্য ২৩৬. মারূফ মনিরুজ্জামান বলেছেন: MLM এর যন্ত্রণায় আমার ফোন নাম্বার বদলানো লাগছে- পুরা ফাউল- ভদ্রতা জিনিসটা এরা ভুলে যায় পুরোপুরি-
মানুষকে যে পরিমান বিরক্ত করে- তার তুলনা টাকা দিয়ে করা সম্ভব না-
মন্তব্য ২৩৯. লবঙ্গলতিকা বলেছেন: এমন একটা বলদ আর গাধা আর গরু মার্কা পোস্টে মাইনাস না দেয়াটা অপরাধের মধ্যে পরে।
মন্তব্য ২৫৯. কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: মাইনাস দেবার মজাই আলাদা, ফেসবুকে শেয়ার দিলাম যাতে দলে দলে সবাই আইসা এই আবাল পুস্টে মাইনাস দিয়া যায়।
গদাম।
মন্তব্য ২৬২. কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: মাইনাস দিয়া যেই আনন্দ পাইলাম, তাতে মনে হয় রোজা ভাইঙ্গা গেছে..
মন্তব্য ২৬৫. টেকিবাবা বলেছেন: ৪০০ হলে পার্টি দেওয়া উচিৎ!! অপেক্ষায় আছি - টেকিবাবা!!
মন্তব্য ২৭৫. ব্লিডিংহার্ট বলেছেন: কতগুলা রামছাগল যেগুলা ঠিকমতো বাংলায় কথাই বলতে পারে না তাদেরকে গলায় দড়ি(টাই) লাগাইয়া ছাইড়া দিসে। যা বাবারা,এবার চরে খা।
মন্তব্য ২৮৭. পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আর মাত্র ৪ টা !!! ইশশশ , যদি আমার মাইনাস টা জমায়ে রাখতাম , তাইলে ৪০০ তম মাইনাস টা দিতে পারতাম
মন্তব্য ২৮৮. কালীদাস বলেছেন:
আপনি একবার রেটিং দিয়েছেন
প্রত্যেকবার আসি, আরেকটা দিতে মন চায়; এই লেখাটার জন্য পারিনা ( ( (
মন্তব্য ২৯৬. রাফাত আফরিন বলেছেন: ৪০০ পূরণ করলাম
(## অভিন্দন##)
মন্তব্য ৩০৮. ফালটু বলেছেন: সবাই মাইনাচ দেয় তাই পিলাচ দিলাম।
(##(ফালটু ফালটু কাজ কইরা গৈল। ##)
মন্তব্য ৩২০. প্রভাষক বলেছেন: ভাই... পোস্ট-টা কি বুঝে শুনে করেছিলেন???... আমি ৪১৮ নং মাইনাস-টি দিয়েছি... শুধু-মাত্র এ-কারণে যে... সাধারণ মানুষের সাথে প্রতারণা করার পর আবার বড় গলায় কথা বলছে...
ধন্যবাদ আপনাকে...
মন্তব্য ৩২২. এহসানআজিজ বলেছেন: ডেসটিনি ৪২০, তোরে আমার পক্ষ থেকা ৪২০ নং মাইনাস
মন্তব্য ৩২৮. রিডার ওয়ান বলেছেন: আমি ত প্রথম ১০টার সময়ই মাইনাচটা খরচ কইরা ফালাইছি। ইসস ৫০০ লম্বরটা যদি আমি দিতে পারতাম। আপচুচ।
মন্তব্য ৩৩২. এক্স বলেছেন: এমএলএম নামক ধান্ধাবাজী চুরি ও প্রতারনা ব্যবস্হার দালালি করার জন্য আপনার শাস্তি পাওয়া উচিত... কঠিন চিবর মাইনাস.
মন্তব্য ৩৩৭. গুরুজী বলেছেন: ইস কেন যে মাল্টিনিক নাই, এই প্রথম মাল্টিনিকের প্য়োজনীয়তা বোধ করলাম।
মন্তব্য ৩৫২. অজগর বলেছেন: ৪৬৪ নম্বরটার গর্বিত মালিক আমি।
চলেন কোপাই আসি....
মন্তব্য ৩৫৮. রাজসোহান বলেছেন: আমার মাইনাস জমায় রাখসি । ৫০০ নাম্বার আমি দিমু
(## কে সেই মহান ভাগ্যবান??##)
মন্তব্য ৩৬৮. দুর্ধর্ষ বেদুইন বলেছেন: আমি একবার রেটিং দিয়েছি..
এবং অবশ্যই মাইনাস।
মন্তব্য ৩৬৯. আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
@দুষ্টছেলে
থ্যাঙ্কু
এই পরথম কোন ইস্যুতে সামুর সকল ব্লগাররে এক হইতে দেখা গ্যালো
মন্তব্য ৩৭৮. বুমবুম বলেছেন: মাইনাচ দেয়ার লাগি এতদিন পর লগ ইন করলাম
মন্তব্য ৩৭৯. দুখী মানব বলেছেন: চোখের কোনায় এক ফোটা পানি জমে গেল মাশআল্লাহ
মন্তব্য ৩৮১. রুদ্রপ্রতাপ বলেছেন: ডেনড্রাইটের ছিলো ৫৭৩।
এইবার ইতিহাস গড়ার পালা।
যার যতো নিক আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ুন।
মন্তব্য ৩৮২. টেকিবাবা বলেছেন: ৫০৯টা মাইনাচ পড়সে সেইটা না যত বড় বিষয় তারচেয়েও বড় বিষয় ১৫টা পিলাচ!!! কারা সেই ১৫জন, ঝাতি ঝানতে চাই!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।