আমাদের কথা খুঁজে নিন

   

আমি দুঃখে চো*না হয়ে গেলাম

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

আই ডি বি থেকে আজ একটা ল্যাপ্টপ কিনলাম। ফুজিৎসু এ১১২০ ডুয়েল কোর তো কেনার পর আমি কইলাম এখন দেন। দোকানদার কয় স্যার ল্যাপিতো ব্লাংক ওএস দিয়া দেই?? কইলাম দেন। হে কয় স্যার বিস্টা দিবেন না এক্সপি?? আমি কইলাম উবুন্টু হে কয় কিবন্টু?? আমি কই উবুন্টু লিনাক্স। হে কয় স্যার তাইলে এক্সট্রা ২৫০০টাকা পে করা লাগবে। হালার দুঃখে কইযামু!!!!!!!!!!!!!!! বিস্টা ,এক্সপি মাগনা দিব আর ওপেনসোর্স ২৫০০টাকা!!!!!! আমি কইলাম এমনি দেন। হে কয় স্যার আপনি রেগুলার কাষ্টমার ২০০০ দেন। জীবনে প্রথম ওই দোকানে গেছি আর আমি নাকি রেগুলার কাষ্টমার কইলাম লিনাক্সতো ফ্রি টাকা নিবেন কেন?? কয় শুধু আমি না স্যার আইডিবি তে সব দোকানে এই প্রাইস। কারন নাকি ক্রেতা বার বার লিনাক্সের সমস্যা নিয়ে আসে তাই সার্ভিস চার্য বিঃদ্রঃ দোকানের নাম রিসিত কম্পিউটার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.