খেটে খাওয়া মানুষ- একটু ভাল করে বাঁচার জন্য ঘর ছেড়েছি
[ইহা একটি টেকি পোষ্ট]
হিরক রাজ্যের রাজকন্যা মনিমালা- রুপে গুণে অনন্য। রাজকণ্যা পণ করেছে পরীক্ষা নিবে - যে পাশ করবে তার গলায় মালা দেবে-
এক নম্বর পরীক্ষাঃ
তার স্বর্ণ খচিত বাক্সে কতগুলো জিনিস আছে-
বলতে হবে কি কি জিনিস আছে-
কাগজে লিখে জমা দিতে হবে- ১০০ টা পর্যন্ত বস্তুর নাম লেখা যাবে-
যতগুলো খুশি লিস্ট জমা দেয়া যাবে-
আক্কেল আলি ৫০ টা লিষ্ট জমা দিয়েছে-
এখন আপনার কাছে লিষ্ট গুলো দেয়া হল- বলতে হবে আক্কেল্ল আলি পাশ করল কিনা- ভুল করা চলবে না- তাহলে গর্দান যাবে-
আর কেই না পারলে রাজকন্যা আপনার গলায় মালা দিবে-
এখন রাজকণ্যাকে পাওয়ার লোভে শত শত মানুষ লিষ্ট পাঠাচ্ছে-
আপনার কাজ হইতেছে কার কোন লিষ্টের সাথে মিলছে সেটা বের করে দেয়া-
ভাল হইল না- প্লট ঠিক রেখে কেমনে ইন্টারেষ্টিং করা যায় বুঝতেছি না-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।