আমাদের কথা খুঁজে নিন

   

আক্কেল দাঁত: বেআক্কেল আমি



সকালে ঘুম ভেঙ্গেই টের পেলাম দাতে ব্যাথা। মখে হাত দিয়ে বুঝার চেষ্টা করলাম কোন জায়গায় ব্যাথার উৎপত্তি। মুখের বাম পাশের নীচের পাটির শেষে মাডিটি ফুলে গেছে। সেখাইে ব্যাথাপ্রবল। ডেন্টিস্ট এর কাছে যাবো কিনা ভাবছিলাম।

এদেশে এরাই ভালো পয়সা কামায়। এদের ভিজিট সবচেয়ে বেশী। একবার দেশে ফোন করে দেখি যদি কোন তথ্য পাওয়া যায় নিরাময়ের। অনেক কষ্টে লাইন পাওয়া গেলো :হ্যালো (মায়ের গলা) :মা আমি কেমন আছো? :হ্যা ভালো তুই কেমন আছিস বাপ? :এইতো মা। সকাল থেকে দাতে ব্যাথা।

:সেকি ? কোন দাতে ?পোকা ধরেছে? :জানিনা। নীচের পাটির শেষ অংশের মাডিতে। মাডি ফুলে গেছে আর ঐ খানেই ব্যাথাটা। :তাহলে চিন্তার কিছু নাই। তোর আক্কেল দাত উঠছে।

:এর মানে কি? বাকিগুলো কি বেআক্কেল দাত? :তোদের বইয়ের ভাষায় কি বলে জানিনা ( মা হাসে) তোর আক্কেল হচ্ছে আর কি। :তার মানে কি? আমি এতদিন বেআক্কেল ছিলাম? মা হাসে কিছু বলেনা। ঐ হাসি শুনেই ব্যাথাটা কমে গেলো মনে হলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.