আমাদের কথা খুঁজে নিন

   

চকলেট খান, আয়ু বাড়ান !



চকলেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে নতুন এক সমীক্ষায় বলা হয়েছে, চকলেট খেলে হৃদরোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তথ্যসূত্র ও বিস্তারিত এর আগের সমীক্ষায় চকলেট সম্পর্কে বলা হয়েছে, এতে ফ্লাভনয়েড নামের একটি বিজারক উপাদান রয়েছে। তাই চকলেট অন্ত্রের ক্যান্সার প্রতিহত করে এবং জমাট বাঁধার বা ক্লট হওয়ার হাত থেকে রক্তকে রক্ষা করে। এ ছাড়া চকলেট বয়সী মানুষদের অন্ধত্বের অন্যতম কারণ ম্যাকুলার ডিজেনারেশন নামের একটি রোগ প্রতিহত করে, স্মরণ শক্তি হ্রাস পাওয়ার হাত থেকে রক্ষা করে এবং আগাম সন্তান প্রসব প্রতিহত করে। তবে এটি যে হৃৎরোগ প্রতিহত করতে পারে সে ব্যাপারটি এরআগে পুরোপুরিভাবে সমর্থন করা হয় নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।