সত্যম শিবম সুন্দরম
ব্যস্ততম এই নগরীতে আমরা একটু প্রাণ খুলে হাসবো সে উপায় নাই। সারাদিন নানা কাজে এতো ব্যস্ত থাকতে হয়, হাসার কথা মনে হয় না। তাই কিছু কৌতুক দেয়া হলো হাসার জন্য-----
১) এক ব্যক্তি মৃত্যুর সম্মুখিন। তার উকিল উপস্থিত। তিনি উইল করছেন
- আমি আমার মৃত্যুর পর বঙ্গভবন আমার বড় ছেলেকে দিয়ে দিবেন
উকিল বললো- না মানে
ব্যক্তি- চুপ থাকেন, আমি মরার সময় বঙ্গভবন কি সঙ্গে নিয়ে যাবো
২) এক লোক ব্যাংক গিয়ে বললো- আমি ২০ হাজার টাকা পেয়েছি, টাকাটা কার?
অনেক লোক বললো- আমার আমার বলে
লোকটি তখন বললো- আমার কাছে টাকার বান্ডিলের রবার আছে, টাকাটা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।