প্রচণ্ড ঠাণ্ডা ও ভারী তুষারপাতের কারণে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আরও নয়টি অঞ্চলকে জরুরি অবস্থার অধীনে নিয়ে এসেছে দেশটির সরকার। গতকাল এ তথ্য জানানো হয়েছে। প্রায় ২০ দিন আগে শৈত্যকালীন জরুরি অবস্থা জারি করে পেরুভিয়ান সরকার। অতিরিক্ত শীতে এ পর্যন্ত দুজন নিহতসহ ৩৩ হাজার লোক আক্রান্ত হয়েছেন। গত কয়েক সপ্তাহের তুষারপাতে দেশটির হাজার হাজার গবাদিপশু মারা গেছে। এতে করে কৃষকরা রীতিমতো দুস্থ হয়ে পড়েছেন। এদিকে জরুরি অবস্থার অধীনে এলাকাগুলোতে নিয়মিত ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।