টাইম মেশিনে করে অতীতে যেতে চান? বাস্তবে টাইম মেশিন নেই, বানানো সম্ভবও নয়। কিন্তু ওয়েবের দুনিয়ায় কিন্তু টাইম মেশিন আছে। সেটায় চড়ে আপনি অতীতে যেতে পারবেন। এর জন্য আপনাকে মহাকাশ ভ্রমনের মত বিশাল অংকের টাকাও দিতে হবে না, পুরো ফ্রী...
আজকে আপনি আপনার প্রিয় কোন সাইটকে যে অবস্হায় দেখেন ৫ বছর আগে কিন্তু সেটা এরকম ছিল না। যুগান্তকারী পরিবর্তন প্রতিনিয়তই ঘটছে ওয়ের দুনিয়ায়।
তাই ৫ বছর আগের ওয়েবের অবস্হা দেখলে টাসকি খেতে হয়। আমাদের প্রিয় সামু গত ৪ বছরে কখন কি রুপে ছিল সেটা দেখিয়েছি এই পোস্টটাতে:
Click This Link
ইন্টারনেটের যেকোন সাইট অতীতে কোন সময় কেমন ছিল সেটা দেখার অসাধারণ ব্যবস্হা হল http://www.archive.org সাইটটি। এই সাইট ক্রমাগত ভাবে ইন্টারনেটের ওয়েরপেজগুলো বিভিন্ন সময়ে সেভ করে রাখছে ১৯৯৬ সাল থেকে। আপনি সাইটটিতে ঢুকে যে সাইটের অতীত ভ্রমন করতে চান সার্চ বক্সে অ্যাড্রেসটি দিন, আপনাকে তারিখ সহ দেখাবে কোন কোন দিনের অবস্হা সেভ করা আছে। যে দিনের দেখতে চান সেটাতে ক্লিক করুন।
ব্যাস!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।