আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবের যেকোন নন-লিংক টেক্সট কে ক্লিকেবল লিংকে পরিণত করুন নিমিষেই!

তোমার যত অভিনয়, আর স্বস্তা কান্না... শুনিয়ো তোমার বিবেকটাকে সামনে ধরে আয়না

ওয়েবসাইটে ঘোরাঘোরির সময় একটা বিরক্তিকর বিষয় হল, যখন কোন লিংক plain-টেক্সট হিসেবে থাকে। যেমন, লিংকটা দেয়া থাকে, কিন্তু ক্লিক করে সরাসরি সেটা ভিজিট করা যায় না। ব্যাপারটা নি:সন্দেহে বিরক্তিকর। যেমন, ব্লগার আমড়া'র প্রোফাইলে একটা লিংক দেয়া আছে, যেটা কিনা ক্লিকেবল না। মানে, সামুর প্রোফাইলে কোন লিংক দিলে সেটা ক্লিকেবল হিসেবে কাজ করে না। এরকম আরো অনেক বদ ওয়েবসাইট আছে যারা সিম্পল টেক্সট লিংক কে হাইপারলিংক হিসেবে শো করে না। লিংকিফিকেশন নামের ফায়ারফক্সের একটা প্লাগইন ইনস্টল করলে, এরকম সব নন-ক্লিকেবল লিংক গুলো অটোমেটিকভাবেই ক্লিকেবল লিংকে পরিণত হয়ে যাবে! মজা, তাইনা? ডাউনলোডের লিংক হল: Click This Link ফায়ারফক্সের এই জটিল প্লাগইনস ইনস্টল করে মুহূর্তেই যেকোন সাইটের সব নন-ক্লিকেবল লিংক কে ক্লিকেবল লিংক এ পরিণত করা যায়! প্লাগইনটা ইনস্টল করার পর এটি অটোমেটিকালি, সব নন-ক্লিকেবল টেক্সট লিংক কে ক্লিকেবল করে দেবে! আর হ্যা, প্লাগইনটা শুধু মজিলা ফায়ারফক্স ব্রাউজারেই কাজ করবে~ ফায়ারফক্সের আরো কিছু প্লাগইন, যেগুলো না থাকলে ওয়েব লাইফটাই পানশে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.