আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েবের সেরা দশ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ইন্টারনেটের যেসব সাইট বিশ্বের চেহারা পাল্টাতে মূখ্য ভুমিকা রেখেছে সেখান থেকে ব্রিটিশ সংবাদপত্র দ্য অবজারভারের নেট বিশেষজ্ঞরা তৈরি করেছেন একটি তালিকা। আসুন নতুন করে আবার পরিচিত হওয়া যাক সেগুলোর সঙ্গে। e-bay.com প্রতিষ্ঠাতা: পিয়েরি অমিডার দেশ: 1995, যুক্তরাষ্ট্র গ্রাহক সংখ্যা: 16 কোটি 80 লাখ ধরন: নিলাম ও শপিং অন্তর্বাস থেকে শুরু করে, বাড়ি, গাড়ি, জমি, সম্রাট নেপোলিয়ানের চুল সবই এ সাইটে নিলাম হয়। wikipedia.com প্রতিষ্ঠাতা: জিমি ওয়েলস দেশ: 2001, যুক্তরাষ্ট্র গ্রাহক সংখ্যা: প্রতিদিন 9 লাখ 12 হাজার ইন্টারনেট ব্যবহারকারী এ সাইটে ঢুঁ মারছে।

ধরন: তথ্য ভান্ডার ব্রিটানিকাও এ তথ্য ভান্ডারের কাছে ফেল। সূঁচ থেকে ব্ল্যাকহোল সব কিছুর ব্যাপারেই জানা যাবে ছবিসহ। napster.com প্রতিষ্ঠাতা: সোয়ান ফেনিন সময় ও দেশ: 1999, যুক্তরাষ্ট্র গ্রাহক: 5 লাখ পেইয়িং সাবস্ক্রাইবার, রেজিস্টার্ড গ্রাহক 7 কোটি ধরন: ফাইল শেয়ারিং youtube.com প্রতিষ্ঠাতা: চার্ড হার্লি, স্টিভ চ্যান এবং জায়িদ করিম সময় ও দেশ: 2005, যুক্তরাষ্ট্র গ্রাহক: প্রতিদিন এ সাইটে 10 কোটি ভিডিও ক্লিপে ক্লিক করা হয়। ধরন: ভিডিও শেয়ারিং সাইট পছন্দের কোনো ভিডিও আপলোড, ডাউনলোড দুটোই করা যাবে এতে। জনপ্রিয়তার জন্য গুগল সম্প্রতি ইউটিউব কিনে নিয়েছে।

blogger.com প্রতিষ্ঠাতা: ইভান উইলিয়ামস সময় ও দেশ: 1999, যুক্তরাষ্ট্র গ্রাহক: 1 কোটি 85 লাখ ব্লগার ধরন: ব্লগ পাবলিশিং সিস্টেম ইন্টারনেটে আপনি নিজের জন্য পেজ খুলতে চান? খরচের ভয়ে পিছিয়ে রয়েছেন? কেনো চিন্তা নেই। ব্লগার মাত্রই ফ্রি। ইচ্ছেমতো লিখুন আর ছবি আপলোড করুন। মেলে ধরুন মনের প্রতিটি বাইট। drudgereport.com প্রতিষ্ঠাতা: ম্যাট ড্র-জ সময় ও দেশ: 1994, যুক্তরাষ্ট্র গ্রাহক: প্রতিদিন সাইট দেখে 8-10 লাখ পাঠক।

ধরন: সংবাদপত্র ও অন্য সংবাদপত্রের পোর্টাল। বিশ্বের প্রায় সব দেশের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমের লিংক এতে আছে। গত বছর প্রায় 350 কোটিবার সাইটটি খোলা হয়েছে। myspace.com প্রতিষ্ঠাতা: টম এন্ডারসন এবং ক্রিশ ডিউল্ফ সময় ও দেশ: 2003, যুক্তরাষ্ট্র গ্রাহক: 10 কোটি ধরন: সামাজিক বন্ধনের সাইট এ সাইটটিতে আপনি ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তৈরি করতে পারবেন বন্ধু বা প্রিয়জনের বিশাল নেটওয়ার্ক।

মিউজিক শেয়ারিংয়ের ব্যবস্থাও আছে। amazon.com প্রতিষ্ঠাতা: জেফ বেঝোস সময় ও দেশ: 1994, যুক্তরাষ্ট্র গ্রাহক: বিশ্বের 250টি দেশের প্রায় সাড়ে 3 কোটি কাস্টমার ধরন: বই, সিডি, ডিভিডির সবচে বড় অনলাইন বিক্রেতা। google.com প্রতিষ্ঠাতা: লেরি পেজ এবং সার্গে ব্রিন সময় ও দেশ: 1998, যুক্তরাষ্ট্র গ্রাহক সংখ্যা: প্রতিদিন এ সাইটে কয়েক কোটি সার্চ হয়। নতুন কিছু বলার নেই। কোটি মানুষের নিত্য সঙ্গী গুগল।

যা খুশি লিখে সার্চ দিতে পারেন। গুগলের জিন খবর নিয়ে হাজির হবেই। yahoo.com প্রতিষ্ঠাতা: ডেভিড ফিলো ও জেরি ইয়ং সময় ও দেশ: 1994, যুক্তরাষ্ট্র গ্রাহক: 40 কোটি। ধরন: পোর্টাল, মিডিয়া কর্পোরেশন, সার্চ ইঞ্জিন। বহুমুখী সেবা দিচ্ছে ইয়াহু।

ই-মেইল, গ্রুপ, কমু্যনিটি ইত্যাদি ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.