বার বার একই ভুল করি। মুজিবকে ভালবেসে হাসিনার দিন বদলে গা ভাসাই। নৌকার পালে আমরা বাতাস দেই। আর মুজিব কন্যা ক্ষমতার হালুয়া রুটির দিনে আমাদের আশার নৌকা ফুটো করে দেই। মুজিব ভুল করেছে তাজউদ্দিনকে ভুল বুঝে, আজ হাসিনার দিনে হাসিনা হারালো সোহেল তাজকে - ইতিহাস কি এই শিক্ষাই দেয় সবাই ভুল থেকে শিক্ষা নেয় না। কেউ কেউ ভুলকে ভালবেসে ভুলের শরীরে গা ভাসিয়ে দেই। সর্বোচ্চ ঋণখেলাপি জনসমক্ষে গীবত করে, বাংলাদেশের ব্যাংকের গর্ভণরের গালে হাত তুলে, এমন ঋণখেলাপি বাংলাদেশের শেয়ার কেলেংকাররি অন্যতম হোতারা আমাদের হাসিনা আপাকে বাণিজ্য বিষয়ে জ্ঞান দেই, এই লজ্জায় আমাকে বারবার মাথা নত করতে বাধ্য করে । নিজেকে ধিক্কার দেই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কারসাজির হোতারা আমার প্রিয় নেত্রীকে না জানি কি ধরনের বাংলাদেশ উপহার দেয়!
'তোমাকে ভালবাসি বলে সত্য প্রকাশে দ্বিধা করি না
মাঝে মধ্যে মানুষের প্রলাপ ও সত্য হয়
চাটুকাররাই সব সত্য নয়
জনতার রায় তুমি ভুলে যেয়ো না।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।