আমাদের কথা খুঁজে নিন

   

অন্তহীন সিনেমার কয়েকটি গান: মন ভাল করে দেয়া, মন খারাপ করে দেয়া

আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে

এইতো আজ ভোরে "অন্তহীন" সিনেমাটা দেখলাম। গানগুলো খুব ভাল লাগলো। আপনাদের সাথে শেয়ার না করে পারলামনা। গানগুলোর কথায় এত চমৎকার চিত্রকল্পের কাজ রয়েছে........মুগ্ধ হলাম শুনে।

আমার ঘরের জানালা গলে আসা একটুকরো আদুরে রোদ্দুর আর আমি........ ভোরবেলা এই দুজনই ছিলাম গানগুলোর শ্রোতা....সেই আদুরে রোদ্দুরটুকুর আর আমার ভাল লাগা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে ইচ্ছে হল। আশা করছি শুনে ভাল লাগবে। ফেরারী মন: http://www.youtube.com/watch?v=U_X6TPAW9LQ যাও পাখি বল: Click This Link যেন মুঠোর রুমাল: Click This Link সকাল আসেনা: Click This Link গানগুলো মন ভাল করে দেয়া...................আবার কোথায় যেন একটু মন খারাপ করে দেয়াও। সেই মন খারাপের রঙ,গন্ধ আর স্বাদ সবটাই অচিন। কেমন লাগল জানালে ভাল লাগবে।

আজকের দিনটা সবার জন্য মিষ্টি হোক গানগুলোর মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।