আমাদের কথা খুঁজে নিন

   

নিজের অজান্তে ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

ভেবোনা ভুলে যাব বাতাসে তুলোর মত হারিয়ে যাব ঘরছাড়া পথিক, হারানোর ভয় কি? তোমাতেই শুরু অমনটা না বললেও, তোমাতেই পথিকের সমাপ্তি ... চলে যেতে তো আসিনি, তোমাকে মেঘের ভেলায় নিয়ে স্বপ্নালোকে যেতে এসেছি হারিয়ে যেওনা কখনো অচেনা পাতার মত পুনরায় অচেনাকে জয় করার শক্তি পথিক তোমাতেই বিসর্জন দিয়েছে কোন এক স্বপ্নীল মুহুর্তে তোমার হাত ছুঁয়ে তোমার ছায়ায় নিজের অজান্তে ... অনেকদিন পরে ব্লগে একটা পোষ্ট দিতে খুব ইচ্ছা করল , একটা কবিতা ড্রাফটে পেলাম .. আরেকটা কথা আছে, কবিতাটা ব্লগার ঘাস ফুল এর জন্যে উৎসর্গীকৃত ...সে বলেছিল কিছু অংশ কাটাছেড়া করবে অথবা জুড়ে দিবে, কিন্তু মনে হয় ব্যস্ততার জন্যে দিতে পারে নাই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.