আমার সব সময় খুব ইচ্ছা ছিলো ডায়েরি লিখা। কিন্তু হয়ে উঠেনি কখনও। তার পিছনে কারন অবশ্য আছে। প্রথম কারন হল আমাঁর হাতের লিখা ভাল না। ।
আর সময় ও পাই না ডায়েরি লেখার। যাই হোক এবার ব্লগ লিখতে বসলাম। প্রথমে ভাবছি কবিতা দিয়ে শুরু করি। ইদানিং প্রায়ই কবিতা লিখা হচ্ছে।
স্বপ্ন দেখেছি পাথুরে মনে ফুল ফোটানোর
ভাবিনি সেই ফুলেও থাকতে পারে কাঁটা
আঘাতে আঘাতে আজ আমি দেখেছি লাল রক্ত
এক ফোটার দাগ মিলিয়ে যেতেই পড়ে আরেক ফোটা রক্ত
কি ছিলো আমার ভুল? ভাবি আবোল তাবোল
কেন? দিতে হলো আজ এই ভুলের মাসুল
তারপর ও থেমে থাকেনা কিছু
উড়ে চলে মন তাই দমকা হাওয়ার পিছু
একদিন আবার হয়তো ফুটবে সেই ফুল
শোভা বাড়াবে সে অন্যকোন ফুলদানির
আর আমি? আবার নতুন কোন পাথুরে বাগানে, , ,
এ যেন আর শেষ হবার নয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।