ভালবাসা আজ পাথরের অনুভূতিশূন্য সেখানে কামনা নেই আবেগ নেই হিসেব নিকেশে নিমজ্জিত হৃদয়ে অসীম গভীরতা নেই প্রিয়াস্পদের ভাবনার ভাবার সময় নেই সবখানেই যান্ত্রিকতা হৃদয়ে ঝংকার তুলে না রূপালি গিটার। বাঁশির সুমধুর সুর বেহালার কান্না গুনগুনিয়ে গাওয়া গান নেই এখনকার ভালবাসায়। হেভি মেটাল সঙ্গীত আর কামারের ক্রমাগত হাতুরী মারার মতন নিরস যান্ত্রিক ভালবাসা আজ পাথরের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।