আমাদের কথা খুঁজে নিন

   

পাথুরে নদী চলে

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

ভেজা তার তনু মন ধরা দেয় না। দানা ডানা বিষ, পাখি উড়ে যায়, এক সময় সেই বুঝি আকাশ হয়ে পড়ে। এই ব্রাকেট, পাখি, পাখি, উড়োজাহাজের ভোঁ। পাহাড়ি মেয়ে নামে, ভেজা তার তনু মন ধরা দেয় না, কি স্বপন এঁকে দিল, বলা যায় না।

গান ভাল, বোমা ভাল, এভবেই কেটে যায় দিন। ফুলদানির ভিতর লুকান ছিল চাঁদ। মোহময়, পিজা চিজ, ভাজা মাছ। শিলাজিত। ফিস ফিস কথা খেলা তাস ঘর জল নদী... আমার প্রেম উড়ে যাও আকাশে, মিশে যাও মেঘে।

আমি চিনি, ঝুর ঝুর ঝরে পড়ি। আমি বালি। আমি অজয়ের ধার, পড়ে কিছু তোমার পায়ের ছাপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.