আমি খুবই অর্ন্তমুখী ধরণের। না হলে আমার নিজের কথা বলতে বলতে ব্লগ ভরে ফেলা যেতো। তবে আজকের বিষয়টা একেবারেই ভিন্ন্। আজকেরটা না বললেই নয়। বেশ অনেকদিন আগে থেকেই আমার সন্দেহ হচ্ছিল যে, ওখানে গ্রেনেড থাকতে পারে।
সে অনুযায়ী সার্চ দিলাম।
মেটাল ডিটেক্টর না পেয়ে হাতেই কাজ চালালাম।
যে ভাবা, সেই কাজ। প্রচুর গ্রেনেড পেয়ে গেলাম। দেখার সুবিধার্থে যেগুলো সংযুক্ত করে দিলাম।
ইস আজ যদি আমি না থাকতাম তাহলে কী-ই-না হতো।
নিজের বীরত্বের কথা বলতে ভালো লাগেনা তারপরেও আজ বললাম।
ওহ ভালো কথা গ্রেনেডগুলো কোথা থেকে পেয়েছি তা-ই তো বললাম না।
গুগল থেকে পেয়েছি। এখনো প্রচুর গ্রেনেড সেখানে রয়ে গেছে।
ওহ আরেকটা ভালো কথা, এইটা একটা ফান পোষ্ট। প্রথমে লিখতে ভুলে গিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।