কলের গানটা আপতত: বন্ধই থাকুক। এখন শোনে
যাবো কোকিলের গান, উষ্ণ বসন্ত এলে যেভাবে ভোর
ছড়ায় তার হাত-পা ,ডানা আর পালকের প্রত্যয়
ঠিক যেভাবে, আমলা আকাশ নিয়ন্ত্রণ করে আমাদের
দু:খের দস্তাবেজ আর আমরা মুখোমুখি দাঁড়িয়ে দেখি
একে অপরের ক্ষতচিহ্ন। পিঠজুড়ে বিস্তৃত বিরহবিভাস।
ডিমলাইট টা আপতত: বন্ধই থাকুক।পাশের আমলকি
আলো দিয়ে যাক পশমিপ্রভা। জ্যোতিবিদ্যা শিখে যারা
দেখায় নদীকেও পথ, আমরা তাদের হাতে রাখি হাত,
যে হাত এর আগেও প্রসারিত ছিল বৃষ্টিবুননে
শব্দের শাদাচোখে ফিরে দেখা মাঘের প্রভাত ।
ছবি- কেটি কাট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।