বন্ধ জানালা, খোলা কপাট !
এই পোস্টের আলোচনা এবং 'দিগন্ত' নিকের একজন দাদার শ্লেষাত্মক মন্তব্যের জবাবে
মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহযোগিতা দিয়েছে তা শ্রদ্ধাভরে স্মরণ করি, ভারতের কি স্বার্থ হাসিল হয়েছিল বা, ভারত বাংলাদেশের কতো রিলিপ চুরি করে নিয়ে গিয়েছিল সে আলোচনা না টেনেও এই শ্রদ্ধাটুকু আমি দিতে চাই ।
তবে, স্বাধীনতার ৩৮ বছর পরও যদি সেজন্যে সীমান্তে আমাদের রাখালদের, আমাদের সীমান্তবর্তী মানুষদের মাতাল বিএসএফ এর শুটিং প্রাকটিসের শিকার হতে হয়, সীমান্তবর্তী শত শত নিরাপরাধ মানুষকে পাখি শিকারের মতো খুন করেও যদি ভারতের ঋণ শোধ নেবার তিয়াস না মেটে, মরণ ফাঁদে শুকিয়ে যাওয়া পদ্মার ধু ধু মরু দিয়েও যদি সেই ঋণ শোধ না হয়, যদি তারপরও টিপাইমুখ বাঁধ নামের আরেক দৃশ্যমান মৃত্যুকে স্বীকার করে নিয়ে, মৃত্যুকে স্বাগত জানিয়ে ঋণ শোধের কসরত করতে হয়, তো দাদারা, বাংলা মায়ের ১৪ কোটি সন্তানের একজন হিসেবে আমি বলতে চাই, আমরা বরাবরের মতো আপনাদের খুলে দিবো, আপনারা সুখে, শিৎকারে মেরে দিয়ে চলে যাবেন, আপনাদের ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে যাবেন,আর আমরা ব্যথার উহ্ শব্দটিও করতে পারবো না,--এই ফতোয়াকে অস্বীকার করি এবং ঠিক বিপরীত কাজটিই করতে চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।