পুরান ঢাকার পাটুয়াটুলীর ব্যবসায়ীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মীদের সংঘর্ষে দলটির দুই কর্মীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ছাত্রদল কর্মী সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে এ সংঘর্ষ হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, বিনা টাকায় ঘড়ি না দেওয়ায় তাঁদের ওপর হামলা চালিয়েছেন ছাত্ররা। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় তাঁদের কোন কর্মী জড়িত নন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চার-পাঁচজন কর্মী পাটুয়াটুলীতে ঘড়ি কিনতে ভাগ্যকুল এন্টারপ্রাইজ নামের একটি দোকানে যান। তখন ঘড়ির দাম নিয়ে দোকানমালিক মনিরুজ্জামানের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানের মালিককে মারধর ও কয়েকটি কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে এ ঘটনা পাটুয়াটুলী, ইসলামপুর ও সদরঘাট এলাকায় ছড়িয়ে পড়লে সব ব্যবসায়ী তাঁদের দোকান বন্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা চারটি লেগুনা ভাঙচুর করে ঢাকা কলেজিয়েট স্কুলের সামনে (সদরঘাট যাওয়ার মূল সড়ক) অবস্থান নেন।
পরে টায়ারে আগুন জ্বালিয়ে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।