আমাদের কথা খুঁজে নিন

   

পান্ডুলিপি এখন...

পড়ছি বেশি, লিখছি কম...

এখন শহরে… সূর্যাস্তের আগেই সন্ধ্যা নামে চিলেদের ডানার রৌদ্রের ঘ্রাণ মুছে ফেলার হয়ে ওঠে না সময় পৃথিবীর সব দীপ নিভে গেলে পান্ডুলিপির হয় না আয়োজন এখন সময় আলো অন্ধকার ভেদ প্রভেদ ছিন্নভিন্ন করে নিয়ে যায় ভিন্ন জগতে। হাজার বছরের চলে ফেরা পথ পথচারীর কাছে ধূসরের মত বিবর্ণ। এখন শহরে সময় হারিয়ে যায়। হারানো সময়ের আর্তচিৎকার চিলেদের ডানার রৌদ্রের উৎকট গন্ধ পান্ডুলিপি ভ্যাপসা বাতাসে এখন শহরে একাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।