আমাদের কথা খুঁজে নিন

   

একটি কাল্পনিক সংবাদ পান্ডুলিপি....



প্রিয় শ্রোতা ও বন্ধুরা, সকাল ৩টার সংবাদে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি আমি মোজাম্মেল হক গোজামিল। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম: ১.. খালেদা আবারো মা হচ্ছেন। এ নিয়ে ভেড়ামারায় হুলস্থুল.. ২. মার্কিন সৈন্যদের প্রচন্ড বোমা হামলায় ইরানি প্রেসিডেন্ট আহমদিনেজাদের বাসভবনের টয়লেট বিধ্বস্ত। বিপাকে পড়েছেন আহমদিনেজাদ। ৩. পূর্ব রামপুরায় একটি খাওয়ার দোকানে আলুপুরি বিস্ফোরনে এক ব্যক্তি আহত।

৪. আগামী মৌসুমে রেকর্ড পরিমান তেলাপোকা উৎপাদনের আশ্বাস দিয়েছেন তেলাপোকা প্রতিমন্ত্রী তেলায়েত হোসেন পোকন। এবং জাতীয় G.T.T. (গলা টেপা টিপি) প্রতিযোগিতায় এবারের বিজয়ী মরহুম আব্দুল কালা। এতক্ষন শুনলেন সংবাদ শিরোনাম.. এবার বিস্তারিত। ১. এই নিয়ে ৮৫ বারের মত মা হতে চলেছেন খালেদা। গাইবান্ধা জেলার ছাগলনাইয়া থানার ভেড়ামারা গ্রামের গৃহবধূ খালেদা ইতিমধ্যে ৮৪ সন্তানের জননী হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

এবিষয়ে তিনি আমাদের বিশেষ সংবাদদাতা কৃপন রায়কে জানান যে তিনি খুশী এবং ভবিষ্যতে শতক পূরন করার ইচ্ছে আছে তার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ২. এদিকে গতকালও ইরানী প্রেসিডেন্ট আহমদিনেজাদের বাসভবন লক্ষ্য করে বোমাহামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনাবাহিনী। তবে গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে তাদের গতকালের হামলার প্রধান উদ্দেশ্য ছিল আহমদিনেজাদের বাসার টয়লেট ধ্বংস করা এবং তাদের উদ্দেশ্য সফল হয়েছে। টয়লেটের কমোড, ফ্ল্যাশ এবং টিস্যু হোল্ডারটি সম্পূর্ন ধ্বংস হয়ে যাওয়াতে আহমদিনেজাদকে এখন প্রতিদিন সকালে বাড়ীর পেছনে গাছের আড়ালে বসতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তার 'ইয়ে'র দুর্গন্ধে আশপাশের এলাকার লোকজন বাড়ীঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ৩. আজ বিকেলে শহরের পূর্ব রামপুরা এলাকায় একটি খাওয়ার দোকানে দু'টি আলুপুরি বিস্ফোরিত হয়ে একজন ব্যক্তি তার সবকটি দাঁত হারিয়েছেন। খবরে জানা যায়, ওই ব্যক্তি হোটেলে ঢুকে আলুপুরি অর্ডার করে। কিন্তু সে দুটি আলুপুরি একসাথে কামড় দেয়ার সাথে সাথে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই ব্যক্তিকে নিকটস্থ দাতব্য চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা এবং একজোড়া নকল দাঁত দিয়ে ছেড়ে দেন।

পুলিশ ধারনা করছে যে, পূর্বশত্রুতার জের ধরে কেউ ওই ব্যক্তির আলুপুরীতে পারমানবিক বোমারা মশলা মিশিয়ে দিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোটেলের বুয়া মোসাম্মাত লাডুয়া খাতুনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধ প্রমানিত হলে লাডুয়া খাতুনের সর্বোচ্চ ৩ মাসের ফাঁসি হতে পারে। ৪. আজ তেলাপোকা প্রতিমন্ত্রী তেলায়েত হোসেন পোকন, একটি তেলাপোকার হ্যাচারী উদ্বোধন করতে গিয়ে বলেন যে, আগামী মৌসুমে দেশে রেকর্ড পরিমান তেলাপোকা উৎপাদিত হবে। দেশে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তেলাপোকা ফ্রাই এর বিপুল চাহিদার কথা মাথায় রেখে সরকার দেশে তেলাপোকা উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।

৫. এবারে খেলার খবর। আজ ভাঙ্গাবন্ধু উপজাতীয় স্টেডিয়ামে শেষ হল জাতীয় গলা টেপাটিপি প্রতিযোগিতা। এবারের বিজয়ীর নাম নারায়নগঞ্জের গলাচিপা ইউনিয়নের মরহুম আব্দুল কালা। এই খেলার নিয়ম অনুযায়ী দু'জন প্রতিযোগী পরস্পরের গলা টিপে ধরবেন, যিনি আগে মরবেন, তিনিই বিজয়ী। এবারের বিজয়ী আব্দুল কালা বিজয়ী হতে বিন্দুমাত্র সময় নেন নি।

তার প্রতিদ্বন্দী জনাব যম চৌধুরী তার গলার দিকে হাত বাড়ানো মাত্র তিনি ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ফলে কালা সাহেব পূর্ন পয়েন্ট পেয়ে বিজয়ী হন। তো এই ছিল আমাদের এখনকার সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল বিকাল ৯টায় দেখার আমন্ত্রন রইল। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.