লেখার মতো কিছু করতে পারি নাই ফাগুন আজ দাবানল ছড়ায়, সাক্ষী শাহবাগ চত্বর। ৪০ বছর ঘুমিয়ে আজ, জেগেছে প্রজন্ম একাত্তর। কৃষ্ণচূড়ারা আজ ম্লান হয়ে আছে, নেইকো তাতে আগুন; প্রেয়সীর হাত ছেড়ে দিয়ে আজ মশাল নিয়ে প্রদীপ্ত ওই তরুণ। দীপ্ত স্লোগানে অষ্টপ্রহর মুখর দেখো অক্লান্ত তরুণী, তোমার উত্তরসুরীরা জেগে আছে আজ,ঘুমাও শহীদ জননী। ছাত্র, শিক্ষক, কেরানী, শ্রমিক - সারা বাংলা আজ গড়েছে একতা। একটাই দাবি, একি স্লোগান, জয় বাংলা, জয় জনতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।