আমাদের কথা খুঁজে নিন

   

উত্ত্যক্ত করায় অতিষ্ঠ হয়ে সহপাঠীর হাতে সহপাঠী হত্যা....অযথা উত্ত্যক্ত করা কিংবা র‌্যাগিং বন্ধ করা হোক এখনই

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
আজ সকালের পত্রিকার শেষের পাতায় পড়লাম ঘটনাটি... খারাপ লাগলো তাই ভাবলাম শেয়ার করি... হয়তো চোখ এড়িয়ে গেছে অনেকেরই... কদিন আগে এই পত্রিকাতেই এসেছিলো একটি হত্যাকান্ডের নিউজ, মোটিভ জানা যায়নি। আর আজ বেরোলো হত্যাকারীর ধরা পরার খবর আর নেপথ্যের অনেক কিছু... মর্মান্তিক এক গল্প পটুয়াখালি থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করে ঢাকায় আসে ইকবাল। বাবা গ্রামে ছোটো একটা রিকসা গ্যারেজ চালিয়ে সংসার চালায়, মনে অনেক স্বপ্ন মেধাবী ছেলেটা একদিন অনেক বড় হবে... নটরডেমে ভর্তি হয় ইকবাল, দেশ সেরা মেধাবীদের দলে নাম লিখিয়ে সবার স্বপ্ন সার্থক করার প্রথম ধাপ পেরোয় সে। আরও অনেক নটরডেমিয়ানদের মতোই আরামবাগের একটা মেসে উঠে। গ্রাম থেকে আসা সাধারণ একটা ছেলে, হয়তো কলেজের শহুরে সহপাঠীদের ভীড়ে যেনো একটু ব্যতিক্রম, সোজা বাংলাতেই বলি -- ক্ষ্যাত গাইয়া ভুত একটা.... গ্রাম থেকে শহরে আসা আরো দশটা ছেলের যা হয় তেমনই হলো, কিছু শহুরে ছেলের র‌্যাগিং এর শিকার হলো ইকবাল... এদেরই একজন আজিজুল। গ্রাম থেকে আশার কারণেই হোক কিংবা ক্ষ্যাত ভাবার কারণেই হোক, কলেজে সবার সামনে নিয়মিত ঠাট্টা তামাশার পাত্র হতে থাকে ইকবাল.. নানা অপমান অভিযোগ শুনতে শুনতে এক সময় কলেজের প্রতি বিতৃষ্ণা এসে যায়, কলেজে হয়ে যায় অনিয়মিত। কি করুন গল্প, অনিয়মিত হবার জরিমানার যে টাকা সেটাও নিয়মিত পরিশোধের সামর্থ্য ছিলো না ইকবালের.. দিনের পর দিন উত্ত্যক্তির শিকার হতে হতে পুন্জীভূত রাগ গুলো বিস্ফোরিত হয় একদিন, ইকবালের মনে হয় অনেক হয়েছে আর নয়। বায়তুল মোকাররমের সামনের দোকান থেকে একটা ছুঁরি কিনে যত্ন করে নিজের কাছে লুকিয়ে রাখে সে.. আজিজুলের সাথে সখ্যতা গড়ে তোলে... তারপর একদিন নিজের মেসে ডেকে এনে এতো দিনের অপমানের জবাব চাওয়া অত:পর একের পর এক ছুরিকাঘাতে আজিজুলের সব শাস্তির ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়া... হয়তো এমন হত্যাকান্ডের ঘটনা কমন নয় তবে ইকবালের এই অপমানের প্রহরগুলো কি খুব একটা আনকমন? আমাদের সবার কলেজ জীবনের কথাগুলো একবার মনে করুন, সবারই কাছে এমন কোনো না কোনো এক ইকবালের গল্প আছে। গ্রাম থেকে যারা শহরে আসে এমন সবাইকে ডাকুন, দেখবেন সবারই কমবেশী এমন অভিজ্ঞতা থাকবেই... ইস এভাবে প্রতিনিয়ত কত মেধাবী ঝরে যাচ্ছে কে জানে, কত স্বপ্নের মৃত্যু ঘটছে ইট-পাথরের কঠিন এই শহরে তার হিসাব কে রাখে.. এই এক আজিজুলের করুন পরিনতি হয়েছে, ইকবালের ফাঁসি যদি নাও হয় তবুও জেলের চার দেয়ালের আড়ালে তার জীবন তো শেষই বলা চলে... কি হবে দরিদ্র ঐ বাবা-মা এর স্বপ্নের... যেই স্বপ্নে, যার ভরসায় এতো কষ্ট সেই কষ্টের এমন ফল কিভাবে একজন পিতা কিংবা একজন মা সয়ে নিবে কে জানে... আবারো একজন ইকবাল শহরে আসবে, আবারো কোনো আজিজুলের ঠাট্টা তামাশার পাত্র হবে, কিই আর হবে আবারো কিছু সাধারণ মানুষে দেখা বড় বড় স্বপ্নের মৃত্যু ---- এ আর নতুন কি বিস্তারিত পড়ুন... Bullying led to killing of Notre Dame student রাজধানীতে গুলিতে ব্যবসায়ী আর ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন উত্ত্যক্ত করার কারণে অতিষ্ট হয়ে সহপাঠীকে খুন করেন ইকবাল
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.