আমাদের কথা খুঁজে নিন

   

অসভ্যতা চর্চা ও নারীকে উত্ত্যক্ত করন প্রতিরোধ।

kamrul hasan

আকাশ সংস্কৃতি অনেক আগেই গ্রাস করেছে আমেদের নিজস্ব সংস্কৃতিকে। তারপর মোবাইল ও মোবাইল ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মকে এনে দিচ্ছে পশ্চিমা সংস্কৃতি নামক বিষের বোতল। সবচে ভয়ংকর বিষের নাম-পর্নোগ্রাফি পুর্ণ web page । নামেমাএ মূল্য দিয়ে তরুণ প্রজন্ম মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সহজেই বিচরন করতে পারছে পর্নোগ্রাফি পুর্ণ web page গুলোতে । সাম্প্রতিক কিছু জরিপের ফলাফলে ফুটে উঠেছে এক ভয়ংকর চিএ ।

ফলাফলে দেখাযায়,স্কুল-কলেজ গামী ছেলে-মেয়ে ও তরুণ প্রজন্মের বেশিরভাগ মোবাইল ইন্টারনেট ব্যবহার কারী এসব web page গুলোতে বেশি সময় দেয়। যে বয়সে ছেলে-মেয়ে দের খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সে এদের সুযোগ করে দেয়া হয়েছে পর্নোগ্রাফি পুর্ণ স্তীর ও ভিডিও চিএ দেখার । মাননীয় শিক্ষামন্তী বারবার কঠোর আইন করার প্রতিশ্রতি দিচ্ছেন । ভালোকথা। কিন্তু ভেবে দেখেছেন কি এমন ভয়ংকর কুরোচি পুর্ণ আকআশ সংস্কৃতি এবং পর্নোগ্রাফি পুর্ণ web page এর প্রবেশ দার খোলেদিয়ে স্কুল-কলেজ গামী ছেলে-মেয়ে ও তরুণ প্রজন্মকে কি সভ্য আচরনের বাধনে বাধা যাবে ? সভ্য সমাজ ভেবে দেখোন।

প্রতিরোধ না প্রতিকার প্রয়োজন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।