বাংলাদেশ একিট সল্প আয়ের একটি দেশ। যার অধিকাংশ মানুষ দিরদ্র সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের একটি বড় অংশের মানুষ অশিক্ষিত। বাংলাদেশের মানুষের লেখা পরার জন্য ব্যায় করার পর্যাপ্ত অর্থ নেই। তাছাড়া এ দেশের সরকারের নানা রকম সমস্যা রয়েছে।
এ দেশে নেই উন্নত শিক্ষা ব্যাবস্থা। রয়েছে প্রতি বছর বই পাল্টানোর একটি রিতি। ১৯৪৭ থেক এদেশে ১৯৬৯ পর্যন্ত শিক্ষা নীতি পরির্বতিত হয়েছে পাচঁ বার। এত গেল স্বাধীনের আগের কথা স্বাধীন রাষ্ট্র হবার পরও অথাৎ (১৯৭১-২০০৩) পর্যন্ত এটি পরির্বতিত হেয়ছে নয় বার! তারপরও আমরা একটি সঠিক শিক্ষানীতি যা আমাদের সকল চাহিদা মেটাতে পারে তা পাইনি। শিক্ষার মধ্যে রয়েছে নানা ভাগ।
যা একজনকেও পরিপূর্নতা দিতে অক্ষম। বাংলা মাধ্যমে কিছুটা চেষ্টা করা হলেও তা সম্পূর্ন নয়। এতে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় এমন শিক্ষা দিতে কিছুটা ব্যার্থ। তাই আমাদের প্রয়োজন বাস্তব জীবনে প্রয়োগ করা যায় এমন একটি শিক্ষা নীতি যার মাধ্যমে সকল ধর্মে সকল জাতীর সঠিক অভাব মোচন সম্ভব। এমন নয় যে একমুখি করেত গিয়ে পরাশুনাকে ব্যায়বহুল এবং কষ্টকর এবং ধর্ম নিরপেক্ষ করতে গিয়ে ধর্ম বাদ পরে যায়।
যাতে তৈরি করা যায় একটি সুশিক্ষিত জাতী। তবে এর জন্য শিক্ষা নীতি তৈরি বাস্তবায়েন অভিজ্ঞ লোক দিয়ে রাজনৈতিক সরকারের ইচ্ছা অনুসারে না করে সঠিক পদ্ধতি প্রস্তুত করা প্রয়োজন। তাহলেই আমরা সঠিক শিক্ষা লাভ করতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।