'খালেদা জিয়া জামায়াতের আমির' প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র সমালোচনা ও প্রতিবাদ করেছে বিএনপি। এর প্রতিক্রিয়া জানাতে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, 'জামায়াতের সঙ্গে বিএনপির আদর্শগত বিস্তর ফারাক। তাদের নিজস্ব কর্মপদ্ধতি আছে। তাদের সঙ্গে আমাদের জোট হলো ভোটের রাজনীতির। প্রধানমন্ত্রীর ভাষায় বেগম খালেদা জিয়া যদি জামায়াতের আমির হন, তাহলে আমি যদি বলি, প্রধানমন্ত্রী জাতীয় পার্টির (জাপা) সভাপতি। কারণ এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ার পরও তার দলকে নির্বাচনে বাধ্য করা, সিএমএইচে নিয়ে গলফ খেলার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংখ্যালঘুদের ১৩ ভাগ ভোট পড়েনি বলেই হামলা : গয়েশ্বর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ভোট শতকরা ১৩ ভাগ। তাদের ভোট পড়লেও আওয়ামী লীগের লজ্জা কিছু কমতো। কিন্তু ভোট না দেওয়ায় তাদের ওপর হামলা, জুলুম নির্যাতন চালানো হয়েছে। জাতীয় প্রেসক্লাবে গতকাল সকালে 'বন্ধ মিডিয়া চালু ও মাহমুদুর রহমানের মুক্তি-সংকটে গণতন্ত্র' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। এ সভার আয়োজন করে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন নান্নু চৌধুরী। বক্তব্য দেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, রেজাউল কবির শিকদার রেজা। 'শান্তিপূর্ণ আন্দোলনেই সমস্যার সমাধান' : সকালে জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক সমস্যার সমাধান সহিংসতায় নয়, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে হবে। নইলে বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না।
এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটিস সোসাইটি আয়োজিত 'বাংলাদেশের গণতন্ত্র' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মো. নূরুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক উপ- উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।