গ্রেফতার হলো সন্ত্রাসী গোষ্ঠী 'ইন্ডিয়ান মুজাহিদীন' (আইএম)-এর প্রতিষ্ঠাতা সদস্য ইয়াসিন ভাটকল। বুধবার রাতে ভারত-নেপাল সীমান্তে সোনৌলি থেকে তাকে গ্রেফতার করে বিহার পুলিশ। গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ধে এ গ্রেফতারের খবর স্বীকার করেছেন। আপাতত বিহারের পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ভাটকলকে। ভাটকলের প্রকৃত নাম আহমেদ জরার সিদ্দিকী বাপ্পা। পুনের জার্মান বেকারি, জয়পুর, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত ৩০ বছর বয়স্ক এই ভাটকল। ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম (এনআইএ)-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও তার নাম রয়েছে। জাল নোট কাণ্ডে ২০০৯ সালে ইয়াসিন ভাটকলকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স। বেশ কিছু দিন আলিপুর সেন্ট্রাল কারাগারেও তাকে কাটাতে হয়। কিন্তু সে সময় ভাটকলের প্রকৃত স্বরূপ জানতে না পারায় জামিনে ছাড়া পায় ভাটকল। এরপরই তা জানতে পারে পুলিশ। তারপর থেকেই ভাটকলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল। কয়েক দিন আগে লস্কর-ই-তৈয়েবার কট্টর সদস্য আবদুল করিম টুন্ডাকে গ্রেফতারের পরই ইয়াসিন ভাটকলের গ্রেফতারকে বড় সাফল্য মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।