পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। ২০০৭ সালের ১০ জুলাই লাল মসজিদে তার নির্দেশে এক অভিযান চালানো হয়। এতে শতাধিক ব্যক্তি নিহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে প্রখ্যাত ধর্মগুরু আব্দুল রশিদ গাজীও ছিলেন।
এই ঘটনায় রশিদ গাজীর ছেলের দায়ের করা আবেদনের ভিত্তিতে দেশটির আদালত ইসলামাবাদ পুলিশকে তার বিরুদ্ধে হত্যা মামলায় অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। এদিকে পুলিশ নিশ্চিত করেছেন যে, মামলাটি ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে। সিনয়র পুলিশ কর্মকর্তা কাশিম নিয়াজি এএফপিকে বলেন, আইনের ৩০২/১১৯ ধারায় তার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় তার বিরুদ্ধে গত মাসে মামলা দায়ের করা হয়। টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।