সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।
সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উদীয়মান সুপার পাওয়ার চীনের দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল অলিম্পিকের স্বাগতিক দেশ হয়ে পদক তালিকায় শীর্ষ স্থান লাভ করা। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে চীনের সেই স্বপ্ন পূরণ হয়েছে। চীনের এবারের স্বপ্ন ও পরিকল্পনা নোবেল পুরস্কারের তালিকায় একটি শীর্ষস্থানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্টিত করা। ১৯০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রাপ্ত নোবেল বিজয়ীদের মধ্যে চীনের নাগরিক মাত্র চার জন।
আবার জন্মসূত্রে তাঁরা চীনের নাগরিক হলেও এদের আবাস ও কর্মস্থল ইউরোপ ও আমেরিকায় এবং প্রত্যেকের রয়েছে দ্বৈত নাগরিকত্ব। যা চীনের জন্য মোটেই সন্মানজনক নয়।
সমাজতান্ত্রিক অর্থনীতি, রাজনৈতিক নিপীড়ন ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে চীনের অনেক প্রতিভাবান ব্যক্তি আমেরিকা ইউরোপ পাড়ি দিয়েছে। একসময় চীনের মেধাবী তরুনদের স্বপ্নের দেশ ছিল যুক্তরাষ্ট্র। মুক্ত অর্থনীতির হাওয়ায় চীনের রাজনৈতিক দর্শনের কিছুটা হলেও পরিবর্তন হয়েছে।
চীনের বর্তমান সরকার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চীনের মেধাবী নাগরিকদের এখন দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে তাদেরকে বিদেশ থেকেও বেশি বেতন ও সুযোগ সুবিধা চীন সরকার দেবে - এই প্রতিশ্রুতি দিয়ে। এছাড়া বিজ্ঞান-প্রযুক্তির বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য সরকার যে কোন প্রতিষ্ঠান বা ব্যাক্তিকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে বিশ্বের খ্যাতিমান বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে কাজ করে এ ধরনের প্রায় ৮০ জন অধ্যাপক/গবেষক তাঁদের জন্মভূমি চীনে প্রত্যাবর্তন করেছেন। সেদিন হয়তো বেশি দুরে নেই যেদিন অলিম্পিক পদকের মত নোবেল পদকের ক্ষেত্রেও চীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে।
দেশ অনুসারে নোবেল পুরস্কার বিজয়ীদের সংখ্যা উল্লেখ করে একটি তালিকা নিম্নে উল্লেখ করলাম।
নোবেল পুরস্কার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নিম্নের লিঙ্কগুলো দেখতে পারেন:
List by Country | Nobel Prize
--------------------------------------------------------
তথ্যসুত্র : ইন্টারনেট ও দেশবিদেশের পত্রপত্রিকা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।