পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।
হাসান বৈদ্য
দেশের বিভিন্ন পত্র পত্রিকা টিভিতে খবর প্রচারিত হয়েছে বিটামিন এ এবং কৃমির ওষুধ খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। অবস্য এ ব্যাপারে সংস্লিষ্ট জেলা উপজেলার কর্তা ব্যাক্তিরা এ বিষয়টির সত্যতা অস্সীকার করছেন। আমার জানা মতে যারা এ ওষুধ খেয়েছে তারা সবাই য়ে অসুসস্থ হয়েছে তা না।
আমার পার্শবর্তী চকপৈলান পুর (পাবনা জেলা) এলাকার ক্যাম্পে অসুস্হ হবার খবর পাওয়া গেছ মাত্র দুই জনের । একজন চকপৈলানপুর পশ্চিম পাড়ার রীতার প্রায় সাড়ে তিন বছরের বাচ্চা সাইফ শুধ ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে। ক্যাপসুল খাওয়ার পর পরই তার প্রচণ্ড বমি ও খুবই দুর্গন্ধ পাতালা পায়খা শুরু হয়। সাইফ ৬-৯ ই জুন পর্যন্ত বমি পায়খানায় ভুগেছে। এখনো তার দুর্বলতা কাটেনি।
আরেক এক জন শিশু একই এলাকার দুদুর তিন বছরের মেয়ে তপতির বমি হয়নি, পায়খানা সামান্য একটু বৃদ্ধি পায় কিন্তু ওষুধ খাওয়ার পরে তার প্রচণ্ড পেট ব্যাথা শুরু হয়।
পাবনা জেলার কৃষ্ণপুরের নাইট এঙ্গেল কিণ্টার গার্টেন স্কুলের মাত্র একটি শিশু বমি পায়খানায় আক্রাণাত হয়েছে বলে জানান উক্ত স্কুলের শেলী ম্যাডাম। গত কাল পর্যন্তও তার বমি পায়খানা বন্ধ হয়নি বলে তিনি জানান।
আসলে তদন্ত হওয়া দরকার আসল ঘটনা কী? ওষুধে কোন ভেজাল না মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ এই ক্যাপসুল ও ট্যাবলেটের সাথে মিশান হয়েছে কিনা? স্বাস্থ্য মন্ত্রীর দেয়া তথ্য মতে এ ক্যাপসুল কানাডার একটি নাম করা কোম্পানির আর কৃমিনাশক ইউনিসেফ সরবরাহ করেছে। আর মেয়াদ আছে ২০১২ পর্যন্ত।
তালে সমস্যা কোথায়?
টিকা প্রসঙ্গ:
শিশুদের যে ৬টি টিকা দেয়া হয়, সে টিকা দেয়ার সাথে সাথে তাদের জ্বর চলে আসে এর কারণ কি?
জ্বরকে বলা হয় জ্বর নিজে কোন রোগ না অন্য কোন সমস্যার বহি প্রকাশ। তাহলে এই টিকা গুলিও কি শরীরে জন্য ক্ষতি কারক।
আর এ টিকার কার্যকরিতার ব্যাপারে আমার সংসয় আছে ; বিশেষ করে হামের টিকার ব্যাপারে। কারণ হামের টিকা নিয়েছে অথচ হাম হয়েছে এরম পরিসংখ্যান প্রায় ১০০%?
প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কি?
দেশের বিভিন্ন পত্র পত্রিকা টিভিতে খবর প্রচারিত হয়েছে বিটামিন এ এবং কৃমির ওষুধ খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। অবস্য এ ব্যাপারে সংস্লিষ্ট জেলা উপজেলার কর্তা ব্যাক্তিরা এ বিষয়টির সত্যতা অস্সীকার করছেন।
আমার জানা মতে যারা এ ওষুধ খেয়েছে তারা সবাই য়ে অসুসস্থ হয়েছে তা না।
আমার পার্শবর্তী চকপৈলান পুর (পাবনা জেলা) এলাকার ক্যাম্পে অসুস্হ হবার খবর পাওয়া গেছ মাত্র দুই জনের । একজন চকপৈলানপুর পশ্চিম পাড়ার রীতার প্রায় সাড়ে তিন বছরের বাচ্চা সাইফ শুধ ভিটামিন এ ক্যাপসুল খেয়েছে। ক্যাপসুল খাওয়ার পর পরই তার প্রচণ্ড বমি ও খুবই দুর্গন্ধ পাতালা পায়খা শুরু হয়। সাইফ ৬-৯ ই জুন পর্যন্ত বমি পায়খানায় ভুগেছে।
এখনো তার দুর্বলতা কাটেনি।
আরেক এক জন শিশু একই এলাকার দুদুর তিন বছরের মেয়ে তপতির বমি হয়নি, পায়খানা সামান্য একটু বৃদ্ধি পায় কিন্তু ওষুধ খাওয়ার পরে তার প্রচণ্ড পেট ব্যাথা শুরু হয়।
পাবনা জেলার কৃষ্ণপুরের নাইট এঙ্গেল কিণ্টার গার্টেন স্কুলের মাত্র একটি শিশু বমি পায়খানায় আক্রাণাত হয়েছে বলে জানান উক্ত স্কুলের শেলী ম্যাডাম। গত কাল পর্যন্তও তার বমি পায়খানা বন্ধ হয়নি বলে তিনি জানান।
আসলে তদন্ত হওয়া দরকার আসল ঘটনা কী? ওষুধে কোন ভেজাল না মেয়াদ উত্তীর্ণ কোন ওষুধ এই ক্যাপসুল ও ট্যাবলেটের সাথে মিশান হয়েছে কিনা? স্বাস্থ্য মন্ত্রীর দেয়া তথ্য মতে এ ক্যাপসুল কানাডার একটি নাম করা কোম্পানির আর কৃমিনাশক ইউনিসেফ সরবরাহ করেছে।
আর মেয়াদ আছে ২০১২ পর্যন্ত। তালে সমস্যা কোথায়?
টিকা প্রসঙ্গ:
শিশুদের যে ৬টি টিকা দেয়া হয়, সে টিকা দেয়ার সাথে সাথে তাদের জ্বর চলে আসে এর কারণ কি?
জ্বরকে বলা হয় জ্বর নিজে কোন রোগ না অন্য কোন সমস্যার বহি প্রকাশ। তাহলে এই টিকা গুলিও কি শরীরে জন্য ক্ষতি কারক।
আর এ টিকার কার্যকরিতার ব্যাপারে আমার সংসয় আছে ; বিশেষ করে হামের টিকার ব্যাপারে। কারণ হামের টিকা নিয়েছে অথচ হাম হয়েছে এরম পরিসংখ্যান প্রায় ১০০%?
প্রশ্ন হচ্ছে ব্যাপারটা কি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।