গত কিছু দিন আগে আমার পিসি আমি ফরমেট করি। তিন মাস পর পর ফরমেট করা আমার অভ্যাস
যাই হোক, আমি আ্যান্টি ভাইরাস হিসাবে (আভ্যাস্ট)AVAST কে বেছে নিলাম।
গত তিন তারিখ , ১ টা খবরের জন্য প্রথম- আলো তে ঢুকলাম। কিন্তু ফন্ট জনিত সমস্যার জন্য লেখা টি দেখতে পারলাম না। তাই প্রথম- আলো ফন্ট নামাবো বলে, প্রথম- আলো এর ওয়েবসাইটে (বাংলা না এলে) অংশে ক্লিক করলাম।
অতি দ্রুততার সাথে আমার AVAST আ্যান্টি ভাইরাস বিপ করা শুরু করল। মানে শব্দ করা শুরু করল এবং রির্পোট করল যে, এই সাইটে ট্রোজান ভাইরাস পাওয়া গেছে।
কিছুক্ষন আগে আমি আবার ভাইরাস চেক করার জন্য প্রথম- আলো এর ওয়েবে গেলাম। এবং একই কাহীনী হল।
এই বিষয়টা কি আপনারা জানেন?
প্রথম- আলো ওয়েব দেশ-বিদেশে বিপুল জনপ্রিয়, কিন্তু এতে যদি ভাইরাস থাকে তাইলে সচেতন পাঠকরা আর প্রথম- আলো তে যাবে না।
ধন্যবাদ
সবাইকে।
*** আমার মোবাইল থেকে তোলা ছবি। বুঝানোর জন্য দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।