আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোতে প্রকাশিত কবিতা

কবিতা, কলাম, গল্প, ব্যক্তিগত কথামালা

সংযোজন: অনেক পুরনো লেখা বলে প্রথম আলো’র লিংকটি আর কাজ করছেন না; ওদের আর্কাইভে অতএব লেখাটি আর পাওয়া যাবে না। নিচে কবিতাটি দেয়া হলো: অ ব নি অ না র্য ছবি আঁকা প্রতিযোগিতা ----------------------------------- তারিখ: ২৬ মার্চ, চলমান সাল; স্থান: স্মৃতিসৌধ। সকাল থেকেই বসে, এবং মাঝে মাঝে দাঁড়িয়ে পা দুটো একেবারেই না নাড়িয়ে ফের বসে... এভাবে, আছি অভিভাবকদের জন্য অসংরক্ষিত অনির্ধারিত-উন্মুক্তস্থানে। আমার একমাত্র সন্তান ঋক্থী আজকের ছবি-আঁকা প্রতিযোগিতার একজন প্রতিদ্বন্দ্বী। (ধর্ম লিঙ্গ বর্ণ তথা গায়ের রং ইত্যাদি ছাড়া) সবকিছুরই উল্লেখ ছিলো আমন্ত্রণপত্রে_ বয়স: অনুধর্্ব ১০, জমিন: আর্ট-পেপার, মাধ্যম: পেন্সিল, বিষয়: মুক্তিযুদ্ধ।

গতরাতে আমি ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত অজস্র প্রশ্ন_ মুক্তিযুদ্ধ (বাবা আমরা কি এখন তাহলে মুক্ত? ইত্যাদি), স্বাধীনতা (বাবা তাহলে আমরা কি এখন স্বাধীন? ইত্যাদি), বঙ্গবন্ধু (বাবা তিনি কি আমারও বন্ধু? ইত্যাদি), হানাদার (বাবা ওরা দেখতে কেমন ছিলো, রাক্ষস-খোক্কাসের মতো? ইত্যাদি), রাজাকার (এরা কি দেখতে রাজার মতো? ইত্যাদি) এসব নিয়ে। সকালে ঘুম থেকে উঠে আমি জিজ্ঞেস করেছিলাম আরো কিছু জানতে বাকি কিনা। সে ডানে-বামে মাথা নেড়েছিলো। আমার খানিকটা মন খারাপ হলো। ভাবলাম, সব প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমিয়ে পড়ার কারণে বেচারা হতাশ হয়েছে বুঝি।

(আচ্ছা বাচ্চাদের সব প্রশ্নের উত্তর দেয়া যায়! বিশেষত যখন প্রশ্নগুলো ঠিক তাদেরই মতো নিষ্পাপ-ফলত-অতর্কিত হয়। ) শুধু বাসা থেকে বেরুবার সময় বলেছিলো_ আচ্ছা বাবা, তুমিই বলো, পেন্সিলে কি রক্ত আঁকা যায়? আর মুক্তিযুদ্ধ মানেই তো রক্ত। বললাম, তুমি শিল্পী মানুষ, শিল্পীরা সব পারে। এখানে বসে বসে এসবই ভাবছিলাম, হাতঘড়ি বলছে আরো প্রায় আধঘণ্টার মতো লাগবে শেষ হতে। ওর দিকে তাকিয়ে আছি, বেচারা উবু হয়ে আঁকছে আর আঁকছে_ রাবার দিয়ে মুছবার সময়ও বুঝি নেই, হাত দিয়েই মুছে দিচ্ছে, ফের আঁকছে।

খানিক বাদেই দেখলাম চট করে উঠে আর্ট-পেপার-পেন্সিল ইত্যাদি অংকন-সরঞ্জাম ফেলেই আতংকিত চেহারা নিয়ে দৌড়ে আসছে। আমিও উঠলাম। এগুতে হলো না আমাকে। আমার দু'পা জাড়িয়ে ধরে মুখ লুকিয়ে কাঁপছে। আমি ওর হাত ছাড়িয়ে দেখতে চাইছি ওর মুখ, জানতে চাইছি কী হয়েছে।

এভাবে আরো কিছুক্ষণ। শেষে জোর করে ওর হাত দুটো ছাড়িয়ে ওর চোখে চোখ রাখবার জন্য হাঁটুমুড়ে বসে পড়ি_ কী হয়েছে বাবা? কথা নেই ওর মুখে। ভয়ে ভয়ে হাত দুটো সামনের দিকে এগিয়ে দিলো ঋক্থী। দেখলাম, হাত দুটো টকটকে লাল। ------------------- কবিতার লিংক বন্ধুরা আজ প্রথম আলো সাহিত্য সাময়িকীতে আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে।

আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই। কবিতার লিংক: আপনাদের পাঠ প্রতিক্রিয়ার প্রত্যাশায় রইলাম। বিনীত অবনি অনার্য কবিতার লিংক বন্ধুরা আজ প্রথম আলো সাহিত্য সাময়িকীতে আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে। আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই। কবিতার লিংক: আপনাদের পাঠ প্রতিক্রিয়ার প্রত্যাশায় রইলাম।

বিনীত অবনি অনার্য

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.