কম্পিউটারের এমন চিপ তৈরি করতে যাচ্ছে বিজ্ঞানীরা যাতে বিদ্যুৎ এর পরিবর্তে আলো ব্যবহৃত হয়। ফলে একদিকে যেমন বিদ্যুৎ খরচ কমবে কিন্তু বাড়বে গতি। মার্কিন গবেষকেরা সম্প্রতি গ্রাফিন নামের বিশেষ উপাদান ব্যবহার করে এমন কম্পিউটার চিপ তৈরী করতে যাচ্ছে।
গ্রাফিন নিয়ে গবেষণা করে ২০১০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নোবেল পুরস্কার জিতেছিলেন। ২০০৪ সালে এক অণু পুরুত্বের এই গ্রাফিন (কার্বন শিট) আবিষ্কার করেছিলেন গবেষকেরা।
গ্রাফিনকে পৃথিবীর সবচেয়ে শক্ত উপাদান যা ইস্পাতের চেয়ে ৩০০ গুণ শক্তিশালী। এমআইটি ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে আইবিএমের গবেষকরা মিলে গ্রাফিন চিপ তৈরি করেছেন।
ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রতিবেদনে দাবি করেছেন, গ্রাফিন চিপ ব্যবহারে কম্পিউটারে বিদ্যুৎ খরচ কমবে এবং তাপ উৎপন্ন হবে না। এছাড়াও সাশ্রয়ী খরচে দ্রুতগতিসম্পন্ন গ্রাফিন চিপ তৈরি করা যাবে। অবশ্য, গ্রাফিন চিপ তৈরির বিষয়টি একেবারে নতুন নয়।
ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া মোবাইল ডিভাইসে গ্রাফিন চিপ তৈরির বিষয়টি নিয়ে গবেষণা করছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউরোপিয়ান ইউনিয়ন নকিয়াকে গ্রাফিন চিপ নিয়ে গবেষণার জন্য ১৩৫ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।