---
অফিস আদালতে এয়ারকন্ডিশনের মাত্রারিক্ত ব্যাবহারের কারণে বিদ্যুতের যথেষ্ট অপচয় হচ্ছে। একটি ১ টন এ.সি সারাদিন যে পরিমাণ বিদ্যুৎ ক্ষয় করে তা দিয়ে অন্তত ১০ টি গ্রামের নুন্যতম বিদ্যুৎ চাহিদা মেটানো যায়। অফিসে অফিসে কর্মকর্তাদের আরাম আয়েশ নিশ্চিত করার জন্য এ.সি ব্যবহার করে দেশে উদ্বেগজনকভাবে বিদ্যুৎ এর অপচয় বাড়ানো হচ্ছে।
একটি ১ টনের এসি ঘন্টায় ৩০০০ থেকে ৩৫০০ ওয়াট খায় , যেখানে গড়পরতায় একটি বিদ্যুৎ বাল্ব ৩০ থেকে ৪০ ওয়াট বিদ্যুৎ টানছে। একটি ফ্যান ৬০ ওয়াট। তার মানে হচ্ছে , একটি ১ টনের এসি যে পরিমাণ বিদ্যুৎ ঘন্টায় টানে তা দিয়ে ৬০ টি বাল্ব ও ৬০ টি ফ্যান চালানো যায়।
২ টন , ৩ টন আর ৪ টনি এ.সি'র কথা আর নাই বললাম!
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শুধু মাত্র পাবলিক সার্ভিস , যেমন: হাসপাতাল , লাইব্রেরী , বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য সবখানে এ.সি'র ব্যাবহার কঠোরভাবে সীমিত করা হক। ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নিয়ে আসা , অথবা দোকানপাট ৮ টার আগে বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করলে জনগণের দূর্ভোগ বাড়ে। তাই বিকল্প চিন্তা করা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।