আমাদের কথা খুঁজে নিন

   

দুষ্ট ছেলে মেয়েদের পড়া কঠোরভাবে নিষেধ

রাজা
এটার বাংলায় নাম - আলকুশি বা বিলাই খামচি বৈজ্ঞানিক নামঃ Mucuna pruriens পরিবারঃ Fabaceae (bean family) অন্যান্য স্থানীয় নামের মধ্যে Velvet bean, Cowitch, Cowhage, Kapikachu, Nescafe, Sea bean এই গুলি উল্লেখযোগ্য। এটি বাংলায় বিলাই-খামচি নামেই বেশী পরিচিত। এটি একটি গুল্ম জাতীয় গাছ। এটি বীন পরিবারের একটি উদ্ভিদ। ফল অনেকটা সীমের মতো ৪ থেকে ৬ টা বীজ থাকে এবং এটি ক্ষুদ্র ক্ষুদ্র লোম দ্বারা আবৃত থাকে যা সহজেই পৃথক হয়ে যায়।

এটি গুলি ত্বকের সংস্পর্শে এলে প্রচন্ড চুলকানি সৃষ্টি করে। এটি আয়ুর্বেদীয় চিকিৎসায় ব্যবহৃত হয়। রক্তের ক্লোরোস্টেরল ও ডায়াবেটিক সমস্যা এটি ব্যবহৃত হয়। পার্কিনসন রোগেও এটা কর্যকরী। এই গাছটারে হিন্দীতে কয় - জামাল গোটা বাংলায় কোন গাছের নাম জামাল গোটা নাই - এই হিন্দী নামটাই বাংলায় বেশী প্রচলিত হইয়া গছে।

এইটার বাংলায় নামঃ সাদা ভেরেন্ডা অন্যান্য স্থানীয় নামঃ বাগভেরেন্ডা ( বাগ= জঙ্গল), Physic Nut, Jatropha, Barbados nut , জামাল গোটা। বৈজ্ঞানিক নামঃ Jatropha curcas পরিবারঃ Euphorbiaceae (Castor family) এর বীজ কোষ্ঠ পরিস্কারক। কিন্তু মাত্রারিক্ত হলে উদারাময় সৃজক। সাবধানতা - দুষ্ট ছেলের নাগালের বাইরে রাখুন। এইটা একটা রিমিক্স পোষ্ট
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.