আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছা নির্বাসনে সমুদ্রে পেতেছি শয্যা

পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..

প্রতিক্ষার ক্লান্তি শেষে যদি আকাশ হতে বৃষ্টি কিংবা জোসনা ঝরে। হবে না জেনেও যেন আশা বেধেঁ রাখা । নিষ্ঠুর স্মৃতি ভুলিতে দেয় না কোনকিছু। যেন এ এক নিভৃত স্বপ্নযাত্রীর মায়াবী পীড়ন। আমি আজ সূর্যাস্ত দেখতে স্বেচ্ছা নির্বাসনে সমুদ্রে পেতেছি শয্যা।

তাই নিঃসঙ্গতার অনুভুতিটুকু সারা দেহমনে একরাশ শুন্যতা নিয়ে বিরাজমান। বেদনাশ্রু ঝরে ঝরে কি সমুদ্রের পানি এতোটা লোনা হয়েছে? কতো খেয়ালী যুগলের মিলনে আবেগে কেঁপে ওঠে এ সাগর । তাদের চাহুনিতে কতবার তন্ময়তা হয়েছে মলিন। দুরের নীল আকাশের রং সাগরকে রাঙিয়ে দিলেও তাদের দুরত্ব কমেনি এতটুকু । আমিও আজ সাগরের মতো বড় একা।

আমারও স্বপ্নগুলো পাখা মেলতে চেয়েছিল সেই সুনীল আকাশে। যেখানে তার সুরের সাথে বাঁধা ছিল এই প্রাণ । সে সুরে ভালবাসার আবেশ ও আবেগ আমাকে স্পর্শ করেছিল। আর উত্তেজনায় উতাল-পাতাল হৃদয়ে হৃদস্পন্দন দ্রুত থেকে হয়েছিল দ্রুততর । সেদিন নিজের অজান্তেই বিলিয়ে দিয়েছিলাম মন-প্রাণ।

জানি না কোন ভুল ছিল কিনা তাতে। সে সুর আজ মিলিয়ে গেছে অজানা কোন দুরে , নতুন কোন ঠিকানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.